সোনালি বেগম
পাহাড় ছুঁয়ে দেখা
ভালোবাসার সুরক্ষা কবচ খুঁজতেই পাহাড় ছুঁয়ে দেখা
সাদা বরফ আর ঠান্ডা জমে ওঠে পথঘাট
কম্বল জড়িয়ে কুয়াশায় প্রভাবিত যাতায়াত
হাওয়ার সুগন্ধে মটরশুঁটির কচুরি, এলাচ চা...
নদীর বুকে বাস উল্টে মৃত অসংখ্য পর্যটক।
হাসপাতাল-বিল্ডিং ধোঁয়ার সাগরে ভাসে নির্মমতায়
মৃত্যু-মৃত্যু এ গন্ধ নিয়ে তোলপাড় মিডিয়া--
সঠিক বিচার জন-জাগরণ মানবসঙ্ঘ চাই।
বুলন্দশহরে পঁচিশটি পাখির মৃত্যু ঘিরে হৈ চৈ
পোস্টমর্টেম চলছে যথাযথ
লুপ্ত প্রজাতির সারস হাতে চিন্তিত বনবিভাগ।
যমুনাজলে অক্সিজেন শূন্য
বিষাক্ত ভূগর্ভস্থ জল।
স্বচ্ছ পরিবেশ লোকপাল বিল মানবাধিকার জোড়হাত
স্মরণে আসে সেইসব শহিদ
মাতৃভূমির সন্তান।
বিকীর্ণ রেডিয়েশন
আবহাওয়া পরিবর্তন দিন-প্রতিদিন বদলে যাওয়া পৃথিবী
উত্তপ্ত ফার্নেস ধুলোবালি বাষ্পায়িত জলকণা
দীর্ঘ বায়ুচাপ কাছাকাছি গমন সমুদ্র কিনারায়
আর্দ্রতায় কাঁপে উদ্বেলিত হাত আশঙ্কিত ঝোড়ো বাতাস।
শীতল-উষ্ণ বর্ষা-জঙ্গল কর্কটক্রান্তি রেখা
ঘর্মাক্ত ধোঁয়া, মেঘবৃষ্টি, শিশির জমে পাতায়--
সাহিত্য-নাটক-নৃত্যের জারিত অভিজ্ঞতা
হালকা বুকে জড়িয়ে রাখি মখমলি প্রজাপতির পাখা।
মেঘের বিস্তার কুয়াশার চাদর দাঁড়িয়ে নীরব চিত্র
নিঃশ্বাস-প্রশ্বাসে গভীর আত্মীয়তা প্রকট জলচক্র।
স্বপ্নে ভাসে নদী সমুদ্র বিকীর্ণ রেডিয়েশন
তরঙ্গিত ঢেউ আকর্ষিত কোনো পলায়ন নয়--
গলিত ভালোবাসা আর কম্পন অনুভব
ঘণ্টা-ধ্বনি, কফির কাপে এখনও ধোঁয়া উড়ছে
তুমি নতজানু হয়ে বলতে চাইছ সেই না-বলা কথা...
তৎপর রঙ্গভূমি
‘ফগলাইট’-এ মিশে যাচ্ছে ধ্রুপদী ও লোকশিল্প।
‘পলিগ্রাফ টেস্ট’ জরুরি বিপন্ন চিত্র--
থরে থরে মূর্তিস্তম্ভ নির্জীব পথনির্মাণ
অসহিষ্ণুতার দৌড় লজ্জিত ক্রোধ ব্যারিকেড ভেঙে পড়ে।
পাষাণযুগ সরিয়ে পরিচিত রাস্তায় হেঁটে যাওয়া
একে অপরের বুকের খবর নিতে তৎপর রঙ্গভূমি।
পারিবারিক সমারোহ ব্যস্ত প্রশংসা সম্ভাষণ
মেঘের শব্দে বাজে ‘নর্সগড থর’-এর হাতুড়ি
এখন বৃষ্টিভেজার আনন্দে মশগুল পৃথিবী
র্যাডার-সিগন্যাল জানাতে থাকে বরফ-বৃষ্টির কথা।
বয়ে যাচ্ছে বাতাস শত-শত বছর পুরনো উইন্ড-মিল...
ভেসে যাচ্ছে জাহাজ, জলের স্রোতে রং ভাঙছে ধীরে ধীরে
তুমুল আড্ডায় ছড়িয়ে যাচ্ছে তেলরং জলরং
ঘূর্ণাবর্তে এলোমেলো জিন্দেগির শিক্ষা-সংস্কৃতির উত্তরণ--
আতঙ্কিত ভালোবাসায় মুষ্টিবদ্ধ হাত ছুঁয়ে দেখছে শীতল আইসবার্গ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন