রোশনি ইসলাম
ক্যানভাস
ঝড় ও শিলাপাত
বেপরোয়া ঘোরাফেরা।
নদীর ধারে ঝোপঝাড়
নীল হলুদ সবুজ...
রঙিন হচ্ছে ক্যানভাস
তোলপাড় হ্রদ
ফিরে গেলাম বনে--
জলফড়িং ফার্ণ
পাতায়
সেতু ঝর্ণা
তোলপাড় হ্রদ
ঝাঁকে ঝাঁকে
ফ্লেমিংগো উড়ে আসছে
অভিযান
কাক আর কোকিল হৈ চৈ
নারকেল গাছ
দীর্ঘ অভিযান
ভূমি সমুদ্র আকাশ
শৌখিন রুমাল
উড়িয়ে বিদায়।
মৌরিফুলের
সুগন্ধে আচ্ছন্ন এ সকাল
স্মৃতি
লাল লাল ফুল
উজ্জ্বল লেলিহান
শিখা।
এক টুকরো কাগজ--
শীতল জল কিছু
স্মৃতি ফুলরেণু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন