অপর এক আহ্নিক
স্মৃতির
ওপর দাগ কাটছে অপর এক আহ্নিক
বিষাদ ভরা
রশিদ
খান খান
মাটি প্রসূতি হলে
জাগিয়ে
রাখি নক্ষত্র
মৃত ফড়িং
নিয়ে আসছে মেঘ, কোথাও
বোরখার
আড়াল থেকে আমি সূঁচে বুনছি
প্রস্তাবিত
জীবন
অথচ চেতনা
কিন্তু উপত্যকায় দাঁড়ানো।
প্রতিবিম্ব
সারা রাত
প্রতিবিম্ব - কবিতা
মালকৌঁষ
ভেসে আসছে
যাপনকৃত প্রেমে অঙ্গুলি প্রেম
জোছনার
বিষ তর্পণ করছে – সংজ্ঞা
প্রতিশ্রুতি
হাওয়ায়...
শরীরে
স্পর্ধা
উন্মোচিত
- কবিতা
তবে কি একা - নারী!
বিলাপ
বিলাপ
করছে দুপুর
রোদ কুড়ায়
নারী নাম
আর কবি
হেলান দিয়ে, একটা
না-লেখা খামে।
ছদ্ম হয়ে
হলুদকরবী
স্নান
করায় বান, ভাসায়...
মুহূর্ত -
ওষ্ঠ ভেজা
জল
লেহনে
নোনতা আঁশটে রক্ত লালা
ধমনী
নির্ধূত
রূপময়
কাত্যায়নীতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন