মৃত্তিকা
মাটির সোঁদা গন্ধে বেড়ে ওঠা কৃষকের মল্লভূমি
মুখের সরল হাসি আকাশের জোছনায়
আলো বিকিয়ে দেয়। কোনো এক পদ্মার চরে
কাশফুলের ধবল মখমলে আচ্ছন্ন রাখালের শরীর
কলমিলতার মতো কিষাণীর পুরু বাহুমূল জড়িয়ে
চোখে ঝলসে ওঠে হাসির ঝিলিক; পদ্মার চকচকে
রূপালী ইলিশ, নায়ের গলুই চুয়ে পড়ে আনন্দলহরী।
বান আসে বান যায় জেগে ওঠে অজস্র চরাঞ্চল
বুকের জমিনে বাড়তে থাকে অঙ্কুরিত আবাদি ফসল
জেগে ওঠে কামুক শরীর জেগে ওঠে উতাল হাওয়া
দখল বাড়তে থাকে, হাত বদল হয় জমিন শুষে নেয়
লোনা ঘাম আর ভেজা রক্ত; সেই সাথে মানুষের
রক্ত শুষে জমির কামজ্বর বেড়ে যায়।
অন্য এক বসন্তে
পরিযায়ী পাখিরা ফিরে যার নিজ নিজ ডেরায়
ঘুমন্ত গাছেরা নিদ্রা ভুলে গা ঝাড়া দিয়ে জেগে ওঠে
হামাগুড়ি দিয়ে শীর্ণ দেহ পল্লবে জাগে উতাল হাওয়া
মেলে দেয় জীবনের নতুন কোনো উপাখ্যান
হাহাকার আর কান্নায় নদীর জলেরা ডুব সাঁতার কাটে
ন্যাংটো ছেলেরা ধুলিঝড়ে উড়ে যায় সোনালী মৃত্তিকায়
শরীরে ধেয়ে আসে বসন্ত বাতাস। উতাল করা হৃদয়ের
পুষ্পরাজী জেগে ওঠে; ধেয়ে যায় অন্য কোনোখানে
অন্য কোনো প্রান্তে
অন্য এক বসন্তে।
মাটির সোঁদা গন্ধে বেড়ে ওঠা কৃষকের মল্লভূমি
মুখের সরল হাসি আকাশের জোছনায়
আলো বিকিয়ে দেয়। কোনো এক পদ্মার চরে
কাশফুলের ধবল মখমলে আচ্ছন্ন রাখালের শরীর
কলমিলতার মতো কিষাণীর পুরু বাহুমূল জড়িয়ে
চোখে ঝলসে ওঠে হাসির ঝিলিক; পদ্মার চকচকে
রূপালী ইলিশ, নায়ের গলুই চুয়ে পড়ে আনন্দলহরী।
বান আসে বান যায় জেগে ওঠে অজস্র চরাঞ্চল
বুকের জমিনে বাড়তে থাকে অঙ্কুরিত আবাদি ফসল
জেগে ওঠে কামুক শরীর জেগে ওঠে উতাল হাওয়া
দখল বাড়তে থাকে, হাত বদল হয় জমিন শুষে নেয়
লোনা ঘাম আর ভেজা রক্ত; সেই সাথে মানুষের
রক্ত শুষে জমির কামজ্বর বেড়ে যায়।
অন্য এক বসন্তে
পরিযায়ী পাখিরা ফিরে যার নিজ নিজ ডেরায়
ঘুমন্ত গাছেরা নিদ্রা ভুলে গা ঝাড়া দিয়ে জেগে ওঠে
হামাগুড়ি দিয়ে শীর্ণ দেহ পল্লবে জাগে উতাল হাওয়া
মেলে দেয় জীবনের নতুন কোনো উপাখ্যান
হাহাকার আর কান্নায় নদীর জলেরা ডুব সাঁতার কাটে
ন্যাংটো ছেলেরা ধুলিঝড়ে উড়ে যায় সোনালী মৃত্তিকায়
শরীরে ধেয়ে আসে বসন্ত বাতাস। উতাল করা হৃদয়ের
পুষ্পরাজী জেগে ওঠে; ধেয়ে যায় অন্য কোনোখানে
অন্য কোনো প্রান্তে
অন্য এক বসন্তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন