প্রতিশোধ
সতেরো স্ট্রোকে লাইটার না জ্বললে বুঝি
যন্ত্র কখন যন্ত্রণা
হ্যাঁ, রেমিডি আছে, আবার খারাপ, রেমিডি, আবার
পরে বিসর্জন ও বিকল্প
প্রশ্নটা বড় হলে সলতে পোড়ার চড়পড় শব্দ হয়
— শেষ কোথায়?
কবর বাড়ছে, কিচ্ছু করার নেই
যে গালে হাত বোলায় তার প্রতিশোধ দেখা যায় না
হর-মোন
ভালোবাসার উলটো পিঠে থাকে ঘৃণা
মন কি কয়েন নাকি?
এটি যত, ওটি তত — এসব বেকুব বাক্য
দুপুরর পাঠ জানে মন নয়
টার্শিয়ারী যুগে
সকলের টিকি হরমোন
আমাশয়
যে গানে বেগানা হলে খুশ তবিয়তী
আঁধারে নীলচক্ষু অবতার ঠাকুদ্দা লাগে
চশমা খুললে বায়ুজল বিপরীতে জড়
ছানা কাটলে নুন নেই(ড্যাশ)!
আমাশার পেট নাকি বিস্তর ধরে না—
সতেরো স্ট্রোকে লাইটার না জ্বললে বুঝি
যন্ত্র কখন যন্ত্রণা
হ্যাঁ, রেমিডি আছে, আবার খারাপ, রেমিডি, আবার
পরে বিসর্জন ও বিকল্প
প্রশ্নটা বড় হলে সলতে পোড়ার চড়পড় শব্দ হয়
— শেষ কোথায়?
কবর বাড়ছে, কিচ্ছু করার নেই
যে গালে হাত বোলায় তার প্রতিশোধ দেখা যায় না
হর-মোন
ভালোবাসার উলটো পিঠে থাকে ঘৃণা
মন কি কয়েন নাকি?
এটি যত, ওটি তত — এসব বেকুব বাক্য
দুপুরর পাঠ জানে মন নয়
টার্শিয়ারী যুগে
সকলের টিকি হরমোন
আমাশয়
যে গানে বেগানা হলে খুশ তবিয়তী
আঁধারে নীলচক্ষু অবতার ঠাকুদ্দা লাগে
চশমা খুললে বায়ুজল বিপরীতে জড়
ছানা কাটলে নুন নেই(ড্যাশ)!
আমাশার পেট নাকি বিস্তর ধরে না—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন