নিয়ম ভাঙা সরগম
মামণি দত্ত
তুমি তো জানো, এভাবেই ভেঙে যায় ডানা
অপর প্রান্ত ছুঁলো যে সব হিম
তারা উঠে আসে পিপাসার্ত বুকের নিয়মে--
কিছু পাশাপাশি খুলে ছিলো নিরুদ্বেগ,
পায়ের পাথরে চিহ্নহীন দিকটি
পাড় হয়ে এসেছিল এক থেকে আরেক মন্ত্রপাঠ,
আজ বড় চঞ্চল সময়, উড়ে যাওয়ায় বিপন্নতা--
তবুও তো যেতে হয়
পরিযায়ীদের সাথী হয়ে,
তর্জনী জানে
...কেবল সেই জানে--
আধো শরীরময় মৃত্যু ভক্ষ্য অন্ধত্ব এবং চিরাচরিত বিচ্ছেদ।
তুমি তো জানো, এভাবেই ভেঙে যায় ডানা
অপর প্রান্ত ছুঁলো যে সব হিম
তারা উঠে আসে পিপাসার্ত বুকের নিয়মে--
কিছু পাশাপাশি খুলে ছিলো নিরুদ্বেগ,
পায়ের পাথরে চিহ্নহীন দিকটি
পাড় হয়ে এসেছিল এক থেকে আরেক মন্ত্রপাঠ,
আজ বড় চঞ্চল সময়, উড়ে যাওয়ায় বিপন্নতা--
তবুও তো যেতে হয়
পরিযায়ীদের সাথী হয়ে,
তর্জনী জানে
...কেবল সেই জানে--
আধো শরীরময় মৃত্যু ভক্ষ্য অন্ধত্ব এবং চিরাচরিত বিচ্ছেদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন