মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩

২৪ ইন্দ্রনীল চক্রবর্তী

দুটি কবিতা
ইন্দ্রনীল চক্রবর্তী


খসে পড়তেই

জানালার এক ফাঁক দিয়ে
              চাঁদের জ্যোৎস্না খসে পড়তেই,
চোখ সরে ঘরে ফিরতেই,
              চিড়িয়াখানার বাঘের খাঁচার
বুনো গন্ধে ভরে যায়
              আমার একাকী ঘর।


মনস্থির কর


তুমি মনস্থির কর
            এ বিছানায় না ও বিছানায়!
বাঘের জিব সাপটানোর দাগ
            সব বিছানায় সমান।
আরও কিছু সূক্ষ্ম তারতম্য থাকে
            তবে ততটা রসিক তুমি নও।
তাই বলছি মনস্থির কর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন