শুক্রবার, ১৪ জুন, ২০১৩

১৬ অলোক বিশ্বাস

সম্পর্ক
অলোক বিশ্বাস


দীঘার হোটেলের আকাশে ম্যাকিনটশ মেলা আছে। যাদের সঙ্গে ধীবরদের সম্পর্ক আছে কিনা ভাবি। ভাবতে গিয়ে দেখি মাছেরা প্রচুর ভিজলেও তাদের ম্যাকিনটশ লাগে না, লাগে আমাদের। হোটেলের আকাশটাকে ধরে সমুদ্রের কাছে নিয়ে যেতেই সমস্ত ম্যাকিনটশ উড়ে যায়। এবার ধীবর ও ম্যাকিনটশের সম্পর্কের মাঝখানে কেউ থাকে না। যে কোনো প্রান্তে দাঁড়িয়ে তাদের কথোপকথন উপভোগ করি কেননা সমুদ্রের মাছেদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ট্রলারগুলো ঘরে ফিরে আসার সঙ্গে নার্ভ সিস্টেম ও উচ্চফলনশীল ফসলের সম্পর্ক রচিত হয়। আমরা দেখতে পাই বর্ষাতি পরেও একজন মানুষ ভিজে যাচ্ছে, অন্যজন বর্ষাতি না পরেও ভিজছে না। আর একটি বিড়াল সমুদ্রের সাধারণ কথাকে ঘোলা করে দিয়ে লুটিয়ে পড়ছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন