শুক্রবার, ১৪ জুন, ২০১৩

২০ দেবযানী বসু

হারানো ইউবাঁক
দেবযানী বসু



তেলেসিদ্ধ মুরগির মিছিল মাথার ম্যাপ ধরে এগোয়। জ্বর, মাথাব্যথা, অ্যালজোলামের ভাঙচুর... গল্পচ্ছলে কলম রক্ত ঋণে জর্জর। কুয়াশাহীন শীতের কাছে হত্যে দিয়ে পড়ে থাকা পোষায় না। বুদ্বুদরা ভারি ভারি মেঘ মাথায় পার হচ্ছে ‘আস্তেলেডিস’দের সতর্কতা। সচিত্র সংলাপ ধান মাঠ স্বাভাবিকভাবে পেরোতে পারে না। প্রতিবারই ভাগশেষ অশেষ রয়ে যায়। ফুলেরা ঘরে বাইরে স্কুপ ও স্তূপ বানাতে ব্যস্ত। প্রতিটি ওভারটেক বসকে কেন্দ্র করে, প্রতিটি বয়ানে ঢালি ময়ান। আগুন রঙকোষ হারাচ্ছে যুগের দোষে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন