রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

রুণা বন্দ্যোপাধ্যায়

আলম্ব
রুণা বন্দ্যোপাধ্যায়


আজ বৃষ্টি উড়েছে খুব
ঝোড়ো হাওয়ার সঙ্গে
ঘুমের ছায়াও

যদিও পূর্বাভাস ছিল আমি বর্ষাতির কথা ভাবিনি কখনো
ঘুমের ভবিষ্য নিয়েও

জমাট জলের ভেতর বিপজ্জনক হয়ে উঠছে কোষের দেওয়াল

ভেঙে পড়ার আগে
ধ্বংসস্তূপের উপমাগুলো
গ্রন্থির চিহ্নগুলো
এমন ব্যবহৃত হয়ে গেছে
ভাষার আনুগত্যে
যেন জলীয় হয়ে উঠবে অনিবার্য প্রশ্নসকল

অতঃপর
সেতু পারাপারকথা
শব্দের পিঠে নিপুণ রোদকথা
এমন আকস্মিক
এমন ব্যক্তিগত রঙ
যেন দুর্বার ভেঙে পড়বে সমস্ত দেওয়াল
প্রকাশের গা থেকে
ভঙ্গিমার গ্রীবা থেকে

ইদানীং রঙের প্রতি অনীহা
ভায়োলেট হোক
নীল বিষ
কেন যে নিরালম্ব লাগে

আমি এক আলম্ব নদীর কথা ভাবি
জলরঙ
পারাপারহীন
জাস্ট ফর আ চেঞ্জ
মাত্রা ঊহ্য রেখে দেখো
ভাবনার খোলা পিঠে আভূমি নদীর ঝোঁক
গাঢ় ঘুম
মৃদু স্বপ্ন

শুধু জড়তার পাশে জেগে থাকে আমার ঘুমের সমস্যা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন