দুটি কবিতা
অমিতাভ মৈত্র
গ্রন্থ
রাত্রির পবিত্র গ্রন্থ তোমার শরীর।
সন্তর্পণে মেলে ধ’রে যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যায়।
কিছুক্ষণ পরে মাথা ঘুম ও ক্লান্তিতে নুয়ে পড়ে।
তোমার পবিত্র গ্রন্থ রাত্রির পাপ নিয়ে জানালায় দাঁড়ায়।
ক্লোকরুম এবং ঈর্ষা
কুড়ি বছর ধ’রে জানতে চেয়েছি ক্লোকরুমে তুমি কতক্ষণ ছিলে, কী করছিলে
অসুখ হয়ে জানতে চেয়েছি আমার ওষুধ তুমি এড়িয়ে যাচ্ছ কেন
কুড়ি বছর ধ’রে অপেক্ষা করছি পুনর্জন্মের, কোনোদিকে একবারও না তাকিয়ে
সন্দেহ আর ভয় নিয়ে –- কোনোদিকে একবারও না তাকিয়ে
সব ছেড়েছুড়ে দিচ্ছি আজ
শুধু বলো, জোনাথন তোমার কে?
এই সাদা বেডশিট তোমার কে?
(শাশ্বতীর জন্য)
অমিতাভ মৈত্র
গ্রন্থ
রাত্রির পবিত্র গ্রন্থ তোমার শরীর।
সন্তর্পণে মেলে ধ’রে যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যায়।
কিছুক্ষণ পরে মাথা ঘুম ও ক্লান্তিতে নুয়ে পড়ে।
তোমার পবিত্র গ্রন্থ রাত্রির পাপ নিয়ে জানালায় দাঁড়ায়।
ক্লোকরুম এবং ঈর্ষা
কুড়ি বছর ধ’রে জানতে চেয়েছি ক্লোকরুমে তুমি কতক্ষণ ছিলে, কী করছিলে
অসুখ হয়ে জানতে চেয়েছি আমার ওষুধ তুমি এড়িয়ে যাচ্ছ কেন
কুড়ি বছর ধ’রে অপেক্ষা করছি পুনর্জন্মের, কোনোদিকে একবারও না তাকিয়ে
সন্দেহ আর ভয় নিয়ে –- কোনোদিকে একবারও না তাকিয়ে
সব ছেড়েছুড়ে দিচ্ছি আজ
শুধু বলো, জোনাথন তোমার কে?
এই সাদা বেডশিট তোমার কে?
(শাশ্বতীর জন্য)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন