রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

মেঘ অদিতি

দুটি কবিতা
মেঘ অদিতি


মোহ অন্ধকার


ওই ফুল
এই স্যাংচুয়ারি
নৈঃশব্দ্য মাড়িয়ে ফিরে যাচ্ছে ঘুমবাড়ি
লীলাময় ভূগোল রাজ্যে রুদ্ধবাক মুখ
শ্বাসভঙ্গীতে রহস্যদাগ ভেঙেচুরে যায়
রঙের এপারে থাকে সরল আশ্বাস
ঘুম ঘুম মিথে থাকে মোহ অন্ধকার
যায় ফিরে মোমগড়ানে পুড়িয়ে নীল শাড়ি
এই দূরত্ব বাড়ানো ফুল
আর দূরের স্যাংচুয়ারি


বুকের পালক

জেগেছে উজানে ফের সহজাত ক্রোধ
বুকের পালক ফুঁড়ে বৃত্তের গানে
দুর্গত মন চায় নরম গোধূলি
এদিকে সমুহ আঁচড়
জেগে আছে তীব্র খরচোখ
বিহনে কার অনাঘ্রাত ফুল পড়ে ঝরে

প্রাত্যহিক প্রেম থেকে চোখের ঘূর্ণি
কোলাহল ছিঁড়ে ঘনিয়ে উঠেছে রাত

পেরিয়ে নিরুচ্চার কথা
পেরিয়ে লক্ষণরেখা
কে যে এখন ফেরাবে আর কারে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন