কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

বুধবার, ১৪ মে, ২০২৫

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১৪৫


কুয়াশাজমাট দিনকাল

 

(১)

 

অনেকগুলো কুয়াশার ভেতর বইছে

বেপরোয়া তালাবন্ধ ঘেরাটোপের এই দূর্দশা 

বৃষ্টিমুছে একটা দোয়েলের প্রার্থিত সকাল

 

সূর্যের খোসা ছাড়িয়ে ঠোঁট তুলছে

কেউ বলছে-না গন্ধভরা আতরের গা-গতর

 

বালিশের পাশে চাবিকাঠির মায়া

নদীও মেখে চলেছে তার রকমসকম

 

(২)

 

ডুবন্ত অন্ধকারের ধোঁয়া 

সাড়েতিনহাত ভাবনাবলয়

অবিরাম এক তালগাছ বাড়ছে

কিনারায় এসে কথা বলছে জল

 

ধর্ম আছে জাত নেই

জল নিয়ে মানুষের হাহুতাশ

জলকে জীবন ভাবছে আবার

মুখে বলছে সেই-ই জীবনের আর এক অন্ধকার

 

ব্যবহারিক এই পোড়ায় আগুনের উৎসব

ভাবনাবলয় খুঁড়ে ছয়-ফুট গভীরে নামছে

 

(৩)

 

সত্ত্বা কাঠের ওপর সাজানো

মনকে পোড়ানো এই বাঁশির কিনারা

দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখকে দানা খাওয়ানো

জিরাফের গলায় ঢুকে যাওয়া বেদানা

ফলের ভেতর গাঢ় সংশয় নিয়ে

লাল কথা ফুটছে

 

জ্যোৎস্না বোলানো দেহে নিভন্ত তুলি 

সহস্র ইচ্ছের কারখানা

আঁকছে শুয়োরের হাড়হিম আণ্ডাবাচ্চা

 

পচাগলা কিমায় দাঁতের আদরযত্ন

আহা! আহা! রসালো ছিপছিপে এই রসায়ন

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন