কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬

কাজল সেন

ঝুরোকবিতা সিরিজ



(৯৬)         

নয়ন তোমার চুরি গেছে বন্ধুনী আমার
তুমি এবার সদর দরজায় পাতো নয়নঘট
যারা দর্শক তারা দেখুক সেই নয়নের রঙ
যারা অঙ্কবিদ তারা গণনা করুক নয়নের পরিসীমা
আকাশে এখন কাজলকালো মেঘ বাতাসে আদ্রতা
নয়না নয়না নামে কেউ ডেকে যায় বারবার
দিনে রাতে সকাল সন্ধ্যায়
নগ্নিকা সেজে তুমি নয়না বন্ধুনী আমার
আনত হও আনত হও লক্ষ্মীনয়নায়


(৯৭)   

সামনে কিছুটা জলাজমি তার পেছনে আমার আবাস
এইমাত্র একটা চোর নেমে এলো তিনতলা থেকে দোতলায়
আর একটা জোচ্চোর উঠে গেল তিনতলা থেকে চারতলায়
আমার আবাসের পেছনে আবার কিছুটা জলাজমি তারপর আকাশ
সেখানে হাওয়ায় ভেসে বেড়ায় পাতিহাঁস বালিহাঁস রাজহাঁস
মাটিতে খেলে বেড়ায় হরিদাস খড়িদাস চন্ডীদাস
ভাতে পড়ল মাছি কোদাল দিয়ে চাঁচি
কোদাল হলো ভোঁতা খেঁকশিয়ালের মাথা      

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন