কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

২১ মধুছন্দা মিত্র ঘোষ


সামগান


একাকীত্ব ঠায় বসে থাকে
বাতায়ন ও অলিন্দকে শোনায়
               অবসর বিনোদনের কড়চা

নিঃসঙ্গ চাতকের মতো
ছুঁয়ে থাকে জন্মান্তর
             উহ্য কথারাও যেখানে দিব্যি মুখর

আতস কাচের গোপনে
আর্দ্র বাঁশির সুর
             পরিত্যক্ত যাবতীয় আখ্যান

হে একাকীত্ব
বরণ করো ছায়াঘন দীর্ঘশ্বাস
                 মেখে নাও আরও আঁধার




3 কমেন্টস্:

  1. বেশ লিখেছিস মধু। "একাকীত্ব" শব্দটা বদলে একাকিনী করলে কেমন শোনায় ? মনে হল জিজ্ঞেস করি তোকে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি একটা প্রলম্বিত সময় কে বিষয় ধরে লিখতে চেষ্টা করছিলাম ... তাই 'একাকীত্ব' ...
      খটকা লাগছে কি শুনতে ?
      বারীন দা ? একাকিনী বসালেই হত ? কি জানি ?

      মুছুন
  2. একাকীত্ব শুনতে বেশ ভারি আর প্রাচীন শোনাচ্ছে,

    উত্তরমুছুন