কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

১১ উমাপদ কর

যেখানে আঁধার নিয়ে আসে উমাপদ কর



যেখানে আঁধার নিয়ে আসে মেঘ নামে প্রতিক্রিয়া
যেখানে তুমি চলে গেলেও আঁধার নেমে আসতে পারতো
যেখানে মেঘের আসা তোমার যাওয়া সমার্থক
বাতাসের গায়ে ভর দিয়ে পাতা নড়ছে শাখা নড়ছে
হয়তো তুমুল নড়ে উঠছে কান্ড আর মূল শেকড়
নিজেকে তখন দেশলাই জ্বেলে দেখতে হয় অন্ধকারের দ্বিধা
দেখতে হয় দল্মার হাতিগুলো কোথায় হারিয়ে যেতে পারে
বিষ্ণুপুর আর কতদূর...
একটা নকল দাঁতের সামনে দাঁড়িয়ে ব্রাশের কী কৌতুক!
কী আলসেমি ভরে থাকে সতর্কতায় স্মোকারের ফুসফুসে
এখনও যাওয়া মানে যাওয়াই, যেমন আসা কিংবা অন্ধকার মানে
আসতে আসতে মেঘের প্রতিক্রিয়ায় আরেকবার শেকড় ভিজে গেল... 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন