কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

১৯ প্রদীপ চক্রবর্তী

প্রবাসীর গাছ প্রদীপ চক্রবর্তী



বেশ তো ভালোই ছিল গাছ। রং রোয়া হলো ভিড়ে
পাতায় দূরে
           সুরে ভাঙে
শীর্ণতম আলোর আঘাতে সন্তত পিপাসা
           প্রবাসীর বৃষ্টি যেন ঘরছবি আঁকে

তাকে ছুঁলাম। ছোট ছোট হাতে পাখি
না-ফোটা হেম, এক-একটি ফিরিওয়ালার দুপুর
গাছের নিবিড় গন্ধে পথ সাফাই হচ্ছে ও সমান

পল পলকের পিয়াশাল। ভরাডুবি গন্ডগ্রাম জাতীয় সড়ক।
আত্মতাহীন গাছটুকু ছাড়া সবই হিন্তাল।
পার হচ্ছে ধু ধু হাওয়া
                 প্রসন্ন মনে জলভারে সিঁধকাটা ঘর
একা একটা সাদা প্রজাপতি উড়ছে কেবল ভবিতব্যে...

 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন