রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

আমিনুল ইসলাম

 

কবিতার কালিমাটি ১৫৩


পাঁচমাত্রার অপরাজিতা

(১)

বিক্ষত স্নায়ুচক্রব্যুহে ঢেউ

গ্রাসের অভুক্ত ইতিহাস

টুকরো-হাড়

সূক্ষ্ম-হারমোনিয়াম

স্তনের কাঁটায় গাঁথবে

 

(২)

যোগ হলেই বিয়োগ অবধারিত

গুণ দিলেই ভাগও

এক-পা পিছানোর মন্ত্রবল

হয়তো দুই-পা এগিয়ে

দৃশ্যকেও যন্ত্রবলে কাটবে

না-হয় গাঢ় বাদমি আলোর তরমুজ

করুণ তন্ত্র-কণা সেই

রক্তবীজেই পাখোয়াজ

 

(৩)

মিনারটির আলোয় একবিন্দু

ঘনকালো ধুলোর উচ্ছ্বাস

অণুজীব্য গহ্বর কোষের

সমান্তরাল দেহ তিন

যন্ত্রপাতি ছেঁড়া নাড়িভুড়ি যমের

মুখোশের নকল সংশয় প্রজাপতির বহুদূর

উন্নয়নে জিভের তুমুল পতাকা

সাপও লাঠি দেখে মচকায়

 

(৪)

ভিন-গ্রহের প্রতিমা

মা-য়ের তুমিও

আমিও লীন প্রতি-মাতেই

অপরিজ্ঞেয় সূক্ষ্ম স্থূলপ্রাণ কাঠামো

নানাবিধ-নানারং পরাপর-অপরাপর

এক আমি। স্বচ্ছ মায়ার গভীর

আয়নাও নিভৃতে ঝরে

 

(৫)

হয়তো জন্মাবে

সমাধির প্রণিপাতে

হে জড়! অর্ধনারীশ্বর

বাঁকা-শ্যাম জলাধারে রশ্মির যম

হে ঘন-শ্যামময় তোমারই নবদ্বার

এ জন্ম-সখা দ্বীপময়

সদিচ্ছা ভূমিহীন পাতার

ভূমিষ্ঠ পল্লবে মায়ের যোনিদ্বার

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন