রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

চিত্তরঞ্জন হীরা

 

কবিতার কালিমাটি ১৫৩


শুশ্রূষার রঙ

(১)

ফেলতেই ভরা আকাশ

ভাঙা চাঁদের

পায়ের ঝুরোয়

 তারাবতী

              শুশ্রূষারঙ।

 

পলকের জলকাপাসি

 ঘাট বইছে

    তিল তুলসি নিয়ে

রাত্রির গায়ে

এক কলসি আদর মাখা।

 

পাঁচঘড়া কান বৃষ্টিফোঁটা

আগুনপরশ বেদরদী

একখিলি পান

কোলে তুলতেই

ভরা উঠোন

      গানের ওপার

            মানবজমিন

                     মীর্জা গালিব…

 

(২)

খেলাঘরের তরঙ্গে

এই আলো

        এই অসীম।

নিখিলের প্রণামগুলো

বলছে –

আমার কোনও

              বিসর্গ নেই।

 

গুনগুনের একটা দীর্ঘ

হ্রস্ব থেকে অনুস্বারে

                    বিন্দুতমা

 আশ্বিনের মুখ

                হু হু বাইছে।

 

ডুবে যাওয়া স্নানের

করতলে সূর্য

এক আলোকবর্ষ

প্রলাপ অপেক্ষা বোনে

মধ্যে আমরা

ভেসে যাই জলহীন

         শেষসমুদ্রের দিকে …

 

(৩)

অবশিষ্টে একা সূর্যাস্ত

তার পাশে

গাণিতিক মেঘের বিকেল

ধুলোর উৎসে

       একভাগ ডুবে

            অর্ধেক জীবন।

 

পারাপারের বিভাজ্যে

দ্বিগুণ উচ্ছ্বাস

                      মৃত্যু।

কাছাকাছি পৌঁছে

একটা তীর

                আজন্ম।

কেউ ফিরিয়ে দিতে

পারছে না

সেই জন্মের অভিপ্রায়…

    

 

                

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন