শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সন্তর্পণ ভৌমিক

 

কবিতার কালিমাটি ১৪৯


স্বপ্ন দুঃসহ

আমি অবিকৃত স্বপ্ন নিয়ে আসি

জলেজংলার স্থলপদ্মের কাছে

এখানে কখনো বাতাস আসে না

আসে না কখনো ত্রিকালদর্শী

 

আবছায়া এক কুয়াশা প্রবল আসে

ঢেকে যায় ধীরে কম্পিত অবয়ব

তার মাঝে দেখি গলিত ধাতুর আঁচে

উবে গেছে মুণ্ডসহ হাড়গোড়শিরা সব

 

এখানে আমার পরিচিত একজন

ঘুমিয়ে আছেন নূহের সময় থেকে

পলিপল্লীর স্বপ্ন গেছে ভেঙে

বাকি আছে কিছু রাত্রিজাগরণ।

 

গোপন মৃত্যুর মায়া

তোমার নিকট তবুও আসি সুপ্ত অবস্থায়

রাত্রি আমার জঘন্য হয় কালকেউটের ন্যায়

উষর সকাল দাওয়ায় আসে অম্লগন্ধ তার

আঁশটে মানুষ ঘুরেফিরে বর্ণ কদাকার

 

ত্রিতাপমুগ্ধ মানুষ দেখি বর্শা নিয়ে হাঁটে

মাংসগন্ধি ঠোঁটগুলো আজ হস্তপায়ু খাবে

নম্র মেঘে মৌনী তুমি শরীরী আঘাত দেখো

কালদর্পে ঝর্ণা নামে রক্ত দ্রোণে রেখো।

 

নিস্তব্ধ আনাগোনা

আমি স্তব্ধ হয়ে বসে থাকি

অন্ধকারে যেমন ঘুমোও তুমি

যেমন কুকুর নিশির ডাকে একলা পথে হাঁটে

যেমন থাকে খড়ের ঘরে বন্যকুকুরী

 

রাতবিরেতে আমার কাছে আসে

ভিন্নরকম দেহের গড়ন, এবং তরল স্বাদ

কিসের এমন গন্ধ আসে, কালসর্প কাঁপে

আমি স্বপ্নগ্রহে দেখতে গেলাম মৃত্যু অপবাদ।

 

আমি নিজের সাথে তর্ক করি, মরিচাবুদ্ধিতে

মাধুকরী হও লাস্যময়ী অপমৃত্যুর সাথে।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন