শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

দেবাশিস মুখোপাধ্যায়

 

কবিতার কালিমাটি ১৪৯


প্রত্যাশা

সব অন্ধকার কখন শব নিয়ে নীরবে

সমবেত

দু'হাত পিচ্ছিল

কারো পক্ষেই সম্ভব হচ্ছে না আগুন

জ্বালানোর

আলোময় পৃথিবী কখনো হয় না জেনেও

সকলে শুয়ে আছে শ্মশানে

এখানের পর্ব শেষ করে নবজাতক

আনবে নিরাময়ের আশ্রয় থেকে

 

আগুন থেকে শীতল বাতাসের দিকে

ধাবিত এই পৃথিবী

 

বোকার ডাইরি

সমুদ্রের কাছাকাছি নই তবুও হাঙর

রাত

চোখকে একটি বরফ উপত্যকায়

ছেড়ে আসি

তাদের বলা যায় না বোকার

ডাইরি আমারই লেখা

ইন্দ্রজাল কমিকস থেকে কোনোদিন

মুছে ফেলতে পারেনি সেই কিশোর

ডায়নার বিবাহ দৃশ্য

প্রথম হস্তমৈথুন

 

 

তূরীয়

নেশার পর এই তূরীয় অবস্থায়

প্রকৃতির দুহাত ছড়ানো দৃশ্য

যীশুতে নিয়ে যায়

অঙ্ক ভুল হয়ে হিসেবের

পাশে লাল কালি বসে যায়

দুর্যোগের ইঙ্গিত করে

মেঘ কাটানোর জন্য তপস্যা

করা যুবতী পুকুরটি

খড়ের কাঠামো নিয়ে শুয়ে

পৃথিবীতে স্থায়িত্ব ক্ষণিকের

তবুও এই যাওয়া আসা

মৃত্যু থেকে পুনর্জন্মের দিকে ক্রমশ

নেশা মৃন্ময়ীতে দিলে চিন্ময়ী হেসে ওঠে

 

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন