সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

অভিজিৎ বসু

 

কালিমাটির ঝুরোগল্প ১২৯




দর্জি

ইদুরের পেটে গরম জামার টুকরো। পেট ভর্তি বার্গাস ইয়োসার মুখোমুখি গার্সিয়া মার্কেজের বইয়ের আটান্ন পৃষ্ঠা।

একটি বইয়ের কথা বলছি কিন্তু বইটির সঙ্গে আমার সম্পর্কটা কী সেটা বলা মুশকিল, যদিও বইটি কেবল পড়ি আর পড়ি, নেশা লেগে যায়।

নোংরা স্বভাবের ভালোবাসা ভাতের সমস্যা, বলে খিস্তি দিতে থাকে কেউ।

ঘন্টার পর ঘন্টা গরম বাতাস বুকের মধ্যে রেখে চেঁচাচ্ছে লোকজন। দাবদহ রাস্তায় চলছে তবু ঠেলাগাড়ি, রিকশা, সাইকেল। হর্ণ দিচ্ছে। পুরনো বন্ধু পরামর্শ দেয়, গরমে ভয় পেতে নেই? গরমে ভয় পেলে হিট স্ট্রোক হবে তখন। তারপর ছেঁকে ধরবে মৃত্যু।

তারচেয়ে ভালো তেরো তারিখে দর্জির দেখা কী পাওয়া যাবে?

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন