সোমবার, ১ জুলাই, ২০২৪

অভিজিৎ বসু

 

কালিমাটির ঝুরোগল্প ১২৬


নেবুফুলের ঘ্রাণ

 

রগরগে সিনেমার হেব্বি বাণিজ্য। গৌতম আদানির বিলিয়ন ডলার লস, লিটল ম্যাগাজিনের স্টল বরাবরের মতো এবারও অবহেলিত। নিউজের কাটতিও বাণিজ্যে অংশ।

তখনি শোনা গেলো বন্ধু ফাটাফাটি এক সুন্দরীকে বগলদাবা করে রঙের গভীরে প্রবেশ করেছে।

খোলা বাজারে চিনির অভাব, ডালের সংকট। সবই ডলারের সংকটের কারণ।

জুয়ার ঠেক কী বন্ধ?

তখনই অপেক্ষা। সেজেগুজে বসে থেকে প্রতিদিন জানালা দিয়ে রাস্তার মানুষ দেখা। খদ্দের।

: তুমি খদ্দের না? তুমি রক্তের উৎস। তোমায় শুধু আনতে হবে নেবুফুলের ঘ্রাণ। একমুঠো ভর্তি। তারপর গোপন কথা, গোপন প্রণয়, গোপন শরীরের দর্শন।

ঠিক চারদিন পর বন্ধুর সুন্দরী বগলদাবা আমার। মিঠে দুচোখের ভাষা। তার শরীর থেকে নেবুফুলের ঘ্রাণ ভেসে আসছে। আজ তাহলে খু্ঁজে বের করতে হবে, সুন্দরীর কোথায় নেবুফুল লেপ্টে আছে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন