বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কবি স্মিতা সিনহার কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

কবি স্মিতা সিনহার কবিতা

(অনুবাদ : মিতা দাশ)




কবি পরিচিতিঃ শিক্ষা: এম এ (অর্থনীতি), পাটনা; সাংবাদিকতা (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন), নয়াদিল্লি; বি এড (কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়) । বিভিন্ন মিডিয়া হাউসের সাথে ১৫ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা। এমবিএ ফ্যাকাল্টি হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা। হিন্দি ও কবিতা কোষেও রচনা পাওয়া যায়। রাজা ফাউন্ডেশনের অধীনে ইয়ুথ-21, ইয়ুথ-22 এবং সম্ভয়-23-এ অংশগ্রহণ। ভারত ভবনেও কবিতা আবৃত্তি। বর্তমানে সেতু প্রকাশনীর সঙ্গে যুক্ত। প্রথম কাব্য সংকলন 'বলো না দরবেশ' ২০২১ সালে সেতু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।

 

উন্নয়ন

               

প্রতিদিন হাঁটার সময়

রাস্তার উপর

কাঠবিড়ালির থেঁতলানো লাশ পড়ে থাকতে দেখি,

মুঙ্গুসগুলো রক্তাক্ত হয়ে মরে পড়ে আছে

হঠাৎ চোখের সামনে বৈদ্যুতিক তারে বসে থাকা ময়না

পড়ে গিয়ে মারা যায়

রেলওয়ে ট্র্যাকে হাতি জবাই হরার খবর বড়ই অস্বস্তিকর

 

বলা হয়ে থাকে চাকা উন্নয়নে গতি দিয়েছে,

বিদ্যুৎ পৃথিবীকে নিয়ে গেছে নতুন যুগে,

মানুষ কি কখনো ভেবেছে?

এই উন্নয়ন এতই নিষ্ঠুর যে সবার জীবন নষ্ট হয়ে যেতে পারে

আমরা কি এখনও চিন্তা করব?

 

ঠিকানা

 

পথ ভালোবাসতো ঘাস,

ঘাস ভালোবাসতো শিশির, শিশির ভালোবাসতো খালি পা

 

একদিন...

সেই পা

জুতা পরে

পথগুলোকে যার উপর

আলকাতরা ঢালা হয়েছিল

আলকাতরা ঘাস গিলে নিয়ে

আলিঙ্গনে নিল

 

এবং পরের দিন সকালে

শিশিরের ফোঁটা

নিজের ঠিকানা ভুলে গেল।

 

চিৎকার, শুধু চিৎকার

 

চিৎকার করো

এই যে সবাই চিৎকার করছে

চিৎকার করো

এই যে নীরবতা মরে যাচ্ছে

চিৎকার করো

এই যে অন্য কোন বিকল্প নেই

চিৎকার করো

এখন শুধুই চিৎকার মুখরিত

চিৎকার করো

যে সবাই বধির

চিৎকার করো

যে চিৎকার করা টা সঠিক

চিৎকার করো

কিন্তু কিছু এমন করে

যে তোমার চিৎকারই

চূড়ান্ত হোক

এত কোলাহলেও...


1 টি মন্তব্য: