শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

ফুল্লরা মুখোপাধ্যায়

 

কবিতার কালিমাটি ১৩২


ধূসর ফ্রেমের সহবাস

তুমি কি ঘুরে দাঁড়ালে?

কালো চৌকাঠ দুপায়ে সরিয়ে

তুমি কি হাত বাড়ালে?

পারিনি কিছুই জানতে

কোন অপরাধে ভারী হলো মেঘ

জীবনের চোখ আনতে।

জানি না এর শেষ কই

হারিয়েছি সেই ফেলা দিন

হারিয়েছি ফেলে আসা সই।

এখন শুধু রাতের পোশাকে

দুঃখের সাথে বিশ্বাস

নীল জীবনের ছেঁড়া রং ভেঙে

ধূসর ফ্রেমের সহবাস।

 

হৃদয়জাত

হ্লাদিনী হৃদয় আজ শৈশবে লুটোপুটি

গরল প্রেমে মুগ্ধ দু’চোখ

বাঁধলো বেজোড় জুটি

চিবুক ধরে ওষ্ঠ চুম্বন

শারীরিক লাম্পট্য

অতি তীব্র মনের ছটায়

রাশি রাশি দাম্পত্য

ঋণগ্রস্ত ক্লান্ত দু’হাত

খাদ্যের সাথে বিবাদ

রক্তিম রসে সিক্ত দুজন

বিছানা কোমল নিষাদ

অধীনস্থ লাঘব হৃদয়

স্থায়ী ভাবে সম্পূর্ণা

মিত্রতা করে প্রতিবাদী রাত

একফালি জনজীর্ণা

 

মানুষ খেলা

মানুষগুলো মানুষ বেয়ে ওপরে উঠছে

উঠতে পারছে না। পড়ে যাচ্ছে।

মানুষের ওপর মানুষ

তার ওপরে মানুষ

আধভাঙ্গা একটা সিঁড়ি

একটা মানুষের মাথা মাড়িয়ে উঠছে আরেকজন।

মৃত জীবিত দুই প্রকারের তারা।

শূন্যে পড়ছে জীবন।

গুঁড়িয়ে যাচ্ছে মাথা নখ।

আধমরাগুলো আবার

উঠছে অপরের দিকে।

মানুষের খেলায় আমরা সবাই

ওপর থেকে দেখছি

একেকটা জীবিত মানুষের মৃত্যু।

 

তারা আছে এখনও

একটার পর একটা পর্দা

ভিন্ন রঙের

কারুকার্য করা

ভারী একটা গন্ধের।

অতি সহজেই ভুলে যাও

আমিও ভুলেছি ওদের

সারি সারি যত্নে রাখা

অপেক্ষার পর্দা

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন