বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

কবি অজেয়-এর কবিতা

 

প্রতিবেশী সাহিত্য


কবি অজেয়-এর কবিতা


(অনুবাদ : মিতা দাশ)




 

কবি পরিচিতিঃ জন্ম: ১৮ মার্চ, ১৯৬৫। স্থান: গ্রাম - সুমনম, লাহুল-স্ফীতি (হিমাচল প্রদেশ)। প্রকাশিত গ্রন্থ: ইন সপনো কো কৌন গায়গা, ইস আদমী কো বাঁচাও। এছাড়া বিভিন্ন পত্র পত্রিকায় লেখালিখি ও সম্পাদনা করেছেন।

 

চতুর্থ শ্রেণীতে

 

শোনো মেয়ে

চতুর্থ শ্রেণীতে

আমার ব্যাগ থেকে পাঁচটি সুন্দর নুড়ি-পাথরের সাথে

একটি গোলাপী ফিতা

এবং দুটি বাদামী চোখ হারিয়ে গেছে,

তারা কি ভুলবশত তোমার পকেটে চলে গেছে?

 

পর্যটন

                 

আমাদের নদী ও পাহাড়

ওদের পিকনিক স্পট

 

আমাদের গ্রাম ওদের মিউজিয়াম

আমাদের ঘর ওদের জন্য চিড়িয়াখানা

 

আর আমরা হলাম

জন্ত-জানোয়ারদের বিলুপ্ত প্রজাতি।

 

শেষ কবিতা

                

আমি যেদিন লিখলাম

'প্রেম'

লোকেরা আমায় ঘিরে দাঁড়ালো

আমি নাকি সাংঘাতিক মানুষ হয়ে উঠেছি!

 

জনসভা

                 

এখন শুধুমাত্র দেবতারাই বাকি

তারা আসল ধাতু দিয়ে গড়া

আর বাচ্চারা!

ওদেরকে যেখানে খুশি

নিয়ে যাও

নইলে কেই বা আসে এখানে

আমাদের জনসভায়!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন