বুধবার, ১৭ মে, ২০২৩

চিত্তরঞ্জন হীরা

 

কবিতার কালিমাটি ১২৮


পাতাঘুঙুর

 

(১)

 

প্রতি বর্গে বেড়ে ওঠে

চূড়ার শূন্যতা

     একা

এক বিঘত

          শূন্যের আলো।

 

শুধু ভেঙে মৃদু

তরঙ্গের উবু

ভেঙে দশ

বর্ষাতি

       জ্যোৎস্না ফেটে

অন্ধকারের বীজ

            তুলো তুলো।

 

শিশিরগন্ধ আল

একটাই দেশ

বাজে

    শুদ্ধরাগে

          দুই গোলার্ধ…

 

(২)

 

তরল স্নেহে একফোঁটা ফু

তার মাধুরী

            তার স্বপ্ন

ছিঁড়ে

     এবং দাহ

              এবং আহা!

 

কাঁচা সোনায় জলবর্ণ

জানে গর্ভ

    জানে চাঁদ

       ভরাকোটালও।

এখন সন্ধিলতা

         আপোষ পোহায়।

 

বয়স বলতে কুহকপনা

          দু-চার ফোটা

                জীবন দেখা।

 

অশ্রুমোচন একটি গোলক

       লকলকে জিভ

 দাঁড় টানছে

              বাসরঘরের…

 

(৩)

 

রামধনু ছক পাতাঘুঙুর

           আদর বসা

চোখ আমাদের

    একতারা খোল

                 নিরাভরণ।

 

হিমবাসনার প্রোটন থেকে

নিদ্রাভাষা

               তড়িৎ গতি।

আবর্তহীন

       এই বিজোড়ে

খেলতে খেলতে

             সোহাগ ভাসে।

  সম্ভাষণে

           ভাঙা খিলান…


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন