বুধবার, ১৭ মে, ২০২৩

হরিবনস রাই বচ্চন

 

প্রতিবেশী সাহিত্য

 

হরিবন্স রাই বচ্চন-এর কবিতা       

(অনুবাদ : বাণী চক্রবর্তী 




কবি পরিচিতি : হরিবনস রাই বচ্চন ১৯০৭ সালের ২৭নভেম্বর জন্মগ্রহণ করেন। উত্তর ছায়াবাদ সময়ের একজন বিশিষ্ট হিন্দি কবি ছিলেন। তাঁর কাব্যগ্রন্থ ‘মধুশালা’ অত্যন্ত জনপ্রিয় ও প্রসিদ্ধ। ২০০৩ সালের ১৮ই জানুয়ারি তিনি প্রয়াত হন।

 

দাহ

 

মৃত্যু এক... জন্মও এক

জীবনের সংঘর্ষও এক,

তৃষ্ণা এক... যন্ত্রণা এক

জীবনের শুরু থেকে

শেষের কথা... ইতিহাস এক!

 

রাগ এক... অনুরাগ এক

জীবনের গতিও এক...

পথ যতই হোক না অনেক!

লক্ষ্য এক... ঈশ্বরও

নানা নামে এক!

চোখের জলও এক

মায়ামোহ বন্ধনও এক!

 

সাবধানে থেকো।

এখানে সবকিছু বিকিয়ে যায় বন্ধু---

সাবধানে থেকো,

বেচনেওয়ালারা হাওয়াও বেচে দেয়-

বেলুনেতে ভরে,

সত্যি বিকিয়ে যায়, মিথ্যে বিকিয়ে যায়

বিকিয়ে যায় সব কাহিনী,

জগতের তিন দিকে ভরা জল,

তবুও বিকিয়ে যায় জলের বোতল।

 

 

বন্ধু, কখনো ফুলের মত বাঁচতে চেয়ো না,

ফুটলেই তো ঝরে যাবে,

বাঁচতে হয় তো পাষাণের মত বাঁচো

ভাস্করের হাতে হয়ত একদিন--

অমর হয়ে থাকবে!

 

ভালোবাসা  

 

একটু পাওয়া… একটু দেখা

দুটো মনে একই আকাশ আঁকা!

একটু কাছে নয়তো দূরে…

দুটো মনের একই ঢেউয়ের তালে

উথাল নামা ওঠা!

 

একই রাত একই আবাস

একই কথা দুটি মনের অঙ্গনে,

এক দেহেরই আভাস হ'য়ে যায়!

দুটো মনের অরূপ ভালোবাসা

বীজ বুনেছে  একইসাথে!

আকাশ তাদের রঙিন হ'য়ে যায়!

 

হাসি থাক মুখে

সমস্যা অনেক আছে…

সেগুলোর গাঁট খুলতে থাকি।

ফটো তোলার সময় যেমন

হাসিমুখে দাঁড়িয়ে থাকি!

 

মাথার ভাঁজ

কী দেখাবো দুনিয়াকে,

হাসির ইরেজারে প্রায়শই

ওগুলো মুছে ফেলি!

কেননা…

যখন যুদ্ধ নিজের সাথে নিজের

হার অথবা জিতের পার্থক্য কীসের!

হারি অথবা জিতে যাই

কোনো আফসোস নেই

কখনো নিজেকে জিতিয়ে দিই

কখনো বা আপনে আপ জিতে যাই!

 

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন