কবিতার কালিমাটি ১২৭ |
বিকালের রং
বিকালের গায়ে
তখনও
রোদের ম্লান
রং লেগে আছে
একটু পরেই কালো
জামা পরে
আকাশ বাড়ি চলে
যাবে
ঝাউগাছ নীরবে
দেখছে সব প্রাকৃতিক কর্মকান্ড
সারাদিন ধরে
অর্জিত সময় কুড়িয়ে
জীবনের ব্যাগে
ভরে
ঘরে ফিরে আসে
স্বপ্নখাদক
বসন্ত
বসন্তের পোশাক
পরবে বলে
গাছ তার পাতা
ঝরিয়েছে
সকালেই পরিযায়ী
পাখিদের
সভা হবে দলমা
পাহাড়ে
বহতা নদীর জলে
হিরণ্য অক্ষরে
পৃথিবীর শেষ
কথা লেখা আছে
আকাশকে চুমু
খেয়ে বাড়ি ফিরে যাচ্ছে
শাদা কিছু ভাসমান
মেঘ
কথা
পাতায় পাতায়
মর্মর ধ্বনি বাজে
ঘুমিয়ে পড়েছে
রাত্রি পথের মাঝে
চাঁদ একান্তে
দুঃখের কথা বলে
সময় যদিও হাওয়ার
সঙ্গে চলে
দ্রুত চলে যায়
দিন আর রাতগুলি
প্রতি মুহূর্তে
জাগছে ইচ্ছেগুলি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন