শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

তৈমুর খান

 

কবিতার কালিমাটি ১২২


ঝড়

   

হাওয়ার আসার কথা ছিল

কিন্তু ঝড় এলো

ছোট্ট প্রদীপটি নিভে গেলে

সব অন্ধকার

 

যদিও এখন অন্ধ চোখ

কিছুই দেখি না বলে

নিজেকেও অচেনা মনে হয়

 

শুধু স্পর্শে ও গর্জনে তফাত বুঝি

হাওয়া শান্ত নিরিবিলি

ঝড় শুধু চোখ রাঙায়।

 

ঘাতক

    

হিংস্রতাগুলি এখনো রূপক হয়ে

মাঠে নামে রোজ

রূপকথা ভেবে ওদের ডেকে আনি ঘরে

বন্ধুত্ব হয়

কখনো কখনো ঠোঁট ছুঁয়ে ফেলি

অথবা দুই হাত

 

নিমগ্ন আলোর মতো ওদের রোশনাই

বারান্দায় ছড়িয়ে পড়লে

নিজেকে অপার্থিব মনে হয়

 

ভ্রান্তির পথে বাসনাদের গূঢ় যাতায়াত

কখনো কখনো ছায়ায় মায়াসাপ ঘোরে

বিশ্বাস ভঙ্গ হয় আলোও যখন তরবারি

ঘাতকেরা বেরিয়ে আসে সব সর্বনামে

বিশেষ্য তখন একাই দাঁড়ায়

সিজারও খুন হয় ব্রুটাসের কাছে...

 

ভালো কবিতা

 

একটা ভালো কবিতা উলঙ্গ হয়ে ঘুরছে

ওর আকাঙ্ক্ষাগুলি নিমাই সন্ন্যাসী

ওর যৌনতা সকালবেলার রোদ

এসো, অক্ষর আর শব্দের ফাঁকে ফাঁকে

ওর জীবনদর্শন খুঁজে দেখি

 

আমরা এখন বিভ্রান্ত —

      চাবুক খেতে খেতে

             চাবুক খেতে খেতে

                    শরীরে কালশিটে দাগ

 

চলো, এখন অক্ষরবৃত্তে ঢুকি

ছন্দের স্পন্দনে পৃথিবী হেসে উঠুক দেখি!

 

 

 

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন