কালিমাটি
অনলাইন / ১০৬
বিগত
শতাব্দীর ১৯৮৫ সালের ১১ জুলাই মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৬৫ বছর বয়সে
প্রয়াত হয়েছিলেন বাংলা কবিতার বিশিষ্ট প্রতিবাদী কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ৬৫ বছর
বয়স, মনে হয়, নিতান্তই কম বয়স, অন্তত বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মতো কবির ক্ষেত্রে।
বিশেষত যে সময় থেকে তিনি কবিতা লেখা শুরু করেছিলেন, তখন আমাদের দেশে ছিল ঘোর দুঃসময়,
আবার যখন তিনি প্রয়াত হয়েছিলেন তখনও ছিল সেই একই সময়, এবং আজ নতুন শতাব্দীর ২২ বছর
চলাকালীন সময় আরও আরও খারাপ হয়েই চলেছে। শুধু নিজেদের দেশে নয়, সারা বিশ্ব জুড়ে যে
মনুষ্যত্ববিরোধী কর্মকান্ড আমরা প্রতিনিয়ত লক্ষ্য
করছি, অত্যাচার ও শোষণের যে ভয়ঙ্কর নমুনা সংবাদ মাধ্যমের দৌলতে আমাদের কাছে
এসে পৌঁছাচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার, অমানবিকতার হিংস্র মুখটি তুলে ধরার জন্য
আজ খুব খুব প্রয়োজন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মতো অকুতোভয় কবিদের, প্রয়োজন ভারভারা
রাওয়ের মতো কবিদের।
দু’বছর
আগে ২০২০ সালের ২রা সেপ্টেম্বর জন্মশতবার্ষিকী ছিল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের। বিগত
শতাব্দীর ১৯২০ সালের ২রা সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের
বর্তমানের বাংলাদেশের ঢাকা বিক্রমপুরে। পরবর্তী সময়ে তিনি থিতু হয়েছিলেন কলকাতায়। তাঁর
লেখা প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল ১৯৪২
সালে, যখন তাঁর বয়স ছিল মাত্র বাইশ। কবিতা
বইয়ের শিরোনাম ছিল ‘গ্রহচ্যুত’। তিনি কলকাতার রিপন কলেজে পড়তেন এবং ক্লাসে শিক্ষক
রূপে পেয়েছিলেন কবি বুদ্ধদেব বসু এবং কবি বিষ্ণু দে’কে। কবিতা লেখার প্রথম পর্যায়ে
তিনি প্রভাবিত হয়েছিলেন বিষ্ণু দে’র কবিতায় এবং
অবশ্যই কবি এলিয়টের। তারপর অবশ্য তিনি নিজস্ব ডিকশন গড়ে তুলেছিলেন। এবং সেই
ডিকশনে তিনি অক্লান্তভাবে লিখে গেছেন অসংখ্য কবিতা। তিনি সারাটা জীবন ধরে সচেতনভাবে
লক্ষ্য করেছেন কৃষক-শ্রমিকের বিপর্যস্ত দিনযাপন, হতদরিদ্র মানুষের ওপর সবলের নির্যাতনের
বিরুদ্ধে টিকে থাকার লড়াই, দেশভাগের নিদারুণ ট্র্যাজেডি, হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক
দাঙ্গার বীভৎস চেহারা, তেভাগা আন্দোলনের লড়াই, নকশাল আন্দোলনে পুলিশি অত্যাচার। বীরেন্দ্র
চট্টোপাধ্যায় তাঁর প্রতিটি কবিতায় একদিকে যেমন তুলে ধরেছেন শাসক ও শোষকশ্রেণীর হিংস্র
এইসব ক্রিয়াকলাপ, অন্যদিকে তাঁর কলম সরব ও প্রতিবাদী হয়েছে যাবতীয় অন্যায় ও অবিচারের
বিরুদ্ধে।
শুধুমাত্র
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বা কবি ভারভারা রাও নয়, আমাদের দেশের আরও অনেক ওনেক কবি
সাহিত্যিক এভাবেই রুখে দাঁড়িয়েছেন বিভিন্ন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আমরা তাঁদের
সবার প্রতি যথার্থই শ্রদ্ধাশীল, কেননা তাঁরাই আমাদের কাছে অনুপ্রেরণা।
আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা
:
kajalsen1952@gmail.com /
kalimationline100@gmail.com
দূরভাষ যোগাযোগ : 9835544675
অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ : Kajal
Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road,
Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন