শনিবার, ১৪ মে, ২০২২

চিত্তরঞ্জন হীরা

 

কবিতার কালিমাটি ১১৭


মোনালিসা কাফে – ১

 

একদিন ঝরো ঝরো ফুটে

ঝরোখার দিন

একদিন না ঝরেই

আগুনের গুণ ডানা মেলা

ভেসে জল       ভেসে মরু।

 

দিগন্তে চূয়াচন্দনের চাঁদ

ঠোঁটে মুন

মুনমুন মোনালিসা

পিঠোপিঠি নাচ ফোটে।

 

এতোটা প্রলাপ বলে

আজ বসন্তের ঋণখালি

আজ খেলাপের হাত

জাফরি কেটেছে ছায়া

                 ভরা জানলায়।

 

মোনালিসা কাফে – ২

 

ফেরোবাংলোয় ক্যাম্পফায়ার হচ্ছে

আজ চানঘরের খেয়ালফেরি

হতে হতে

ঘাটের কাছে বোবাসন্ধ্যা।

 

অনেকের কল ভেঙে কলকল

ভেঙে আবার এক দৃশ্যের টানেল

ঢুকে মুগ্ধতার ভেতর

ঢুকে শিরোনামহীন শব্দরা।

 

পাতার ছোপ

পাতাহরফের ছোপ

জুড়ে রাতের বিভ্রম

                         জুড়ে নিঃসঙ্গ

মাঝে মাঝে জ্বর আসে

                       নাভিকুণ্ড জুড়ে।

 

অভ্যাসের কানভারি

পুরনো চোখের চেনা

দৃশ্যগুলো ঝুলে আছে

                    ডালের বেভুলে।

 

এখন আমরা আর

বানিয়ে তুলতে পারছি না

একটা ঝাউ ঝাউ অবাক দীর্ঘকে।

 

মোনালিসা কাফে – ৩

 

আলিসান ছুটির বন্দর

ফ্রেমে বাজছে নীল ডুরে হাওয়া

বিরলে বুঁদ আগলগুলো।

সন্ধ্যাগলিতে অভিধান ভাঙা

ঝুরি নামছে অন্ধকারের।

 

মাঝে মাঝে কম আলোর

অক্ষর জ্বেলে

আমরা শুভদৃষ্টি গাই

পাতারাও লুকিয়ে ফেলে

                           কিছুটা মর্মর।

 

মোমবাতিবর্ষে পা

না হেঁটেই আজকাল

পালন করছে ছুটির নিঃশ্বাস।

জেগে উঠছে আরও কিছু দূরছায়া।

 

মাঝে মাঝে অক্ষরের আলে

                           শুধু ধূ ধূ ওড়ে…


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন