কবিতার কালিমাটি ১১৫ |
আঁশটে এলিমেন্টে ব্যর্থ প্রহসন
এবার চশমা খোলো
সমাজ...
হিরোশিমা
sos বেসিসে
থাকবে দাদা,
তুতান খামেনের
রুগ্ন আদ্রতা
কর্পূরের দেওয়ালে
বাউন্স হ'লে
পাড়াতুতো বৌদির
ঘোমটা
বেলি ডান্স
করে -
বাণিজ্যে ড্যাম্প
ধরেছে -
মায়ের পেসমেকারে
দিবানিদ্রা, আর
বাবার বাজারের
থলেতে
ঝুটো গ্যামাক্সিন...
চশমার কাচে
হ্যালোজেনের বঙ্গানুবাদ
করে নর - বিজ্ঞান
আঁশটে এলিমেন্টে
ব্যর্থ প্রহসন...
রুমাল এখন পাশ
এড়িয়ে চলে,
তাই তো, পণ্য
এখন বিপত্নীক -
একটু পরেই গলতে থাকবে স্বর্গসুখের
গলনাঙ্ক
আকাশের তলায়
স্বাধীন শর্তে
নতুন আকাশের
নাব্যতা -
বেশ তো;
গাঢ় হচ্ছে
বয়েস
ম্যাগ্নিফাইন
কাচটা উজাড় করে
বদলে দিল পরাবাস্তবের
চ্যানেল
রিয়্যালিটি
শো চলছে...
সুতোহীন মাটিতে
পা রাখলে
লজ্জার সকেটে
বিদ্যুতায়ণ ঘটে -
আজকাল, ঠাট্টা
বা বিদ্রুপে
জীবনানন্দ আসেন,
আর
শুকনো চাল ভাজাতে
ফ্রয়েড -
চেতনা শিথিল
হলে
ডার্ক ফ্যান্টাসি
আটকে থাকে
আমার প্রতিবিম্বিত
ঠোঁটে...
একটু পরেই গলতে
থাকবে
স্বর্গসুখের
গলনাঙ্ক...
কবিতা মরফিয়া খেতে জানে...
রাজযোটকের প্রজাপতি
স্ট্রোক
শান্ত ঝিলে,
দৃশ্যপটে আজন্মকালীন
ব্যপ্তি -
কুমারীত্বের
খোসা ছেড়ে
বহিঃপ্রকাশে
লগ্নজিতা,
ব্লু-লেগুনের
আওতায় খাবি খায়
বেহুদা মজাক্,
আর
কুঁড়িফোটা
দুপুরের গায়ে
হেলান দিয়ে
কবিতা তখনও
রসায়ন বোঝে...
নির্বাক স্তবক
ভিজতে থাকে
চোরাবালি ভেদ
করে
তখন, পোষাক
ছাড়ছে একটা শরীর -
অসাড় হওয়া
পার্কারে জট পাকায়
ইডিওটিক নিউরন,
নো ইস্যু...
কবিতা মরফিয়া
খেতে জানে -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন