কবিতার কালিমাটি ১১৪ |
একটি তৎসম স্মৃতি ও অন্যান্য
আপেলের ঘুম খুলে পড়ে যাওয়া শীত
জুমের বাগান থেকে
দ্যাখে
নিরুত্তর
নিরুত্তর
হ্যালো প্রোটাগনিস্ট
ভুল বানানের মতো
চৌকো পাঁচালির ছন্দে
জড়িয়ে যাচ্ছে
রুমালের পর রুমালের পর রুমাল
কাঁচের যে ছায়ায়
এই স্মৃতি
আদতে তৎসম
স্থা ধাতু নিয়ে
রঙের পাশে রঙ এসে বসছে...
ফ্রেমের বাইরে এসে
পড়ে যাওয়া একটা দিন দিনান্ত
অন্য হলো
কার সুর
নয়নের মণিতে ধাক্কা খেল আর
ফিরে এলো এই অগাস্ট
ঠোঁটে ঠোকরাবার মতো
অর্জিত এক শীতলতা
শীত নামের লতা থেকে অনেক দূর
মফস্বল অবধি
এই রঙ করা আয়নার মাঠ
স্নায়ু
এক ভেঙে ফেলা রীতি হয়ে
হে অসমাপিকা
এইভাবে সুক্রিয়া হচ্ছে খুব
রিওয়াইণ্ড করা
রঙের পর্দা কার ঘর উপচে...
গ্রুপফটো অর্থাৎ
গ্রুপফটো
অর্থাৎ এই স্লো
মোশান
একা
প্রতিদিন কোনও দীর্ঘ বাক্যের মতো আঙুল
কাঁপছে
একটা প্রশ্রয়
এই ধ্বনি
এই স্মৃতির বাইরে যে তত্ত্ব
সবার
একইরকম চেক চেক কথাবার্তার ছাপ
মাংসের বাগানে
ঘুমের নুন
ছিঁড়ে ফেলা
একটা সুর হয়েছে ওখানে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন