বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

শ্যামল শীল

 

কবিতার কালিমাটি ১১৪


অসময়

 

ঝুলে আছি

অর্বাচীন সময়ের বুকে উল্লম্ব, উল্লোল

গতকাল মসৃণ পথ ধরে হেঁটে গেছি

সেই পথ খানাখন্দে ভরে গেছে আজ

পথের দুঃখের কথা অন্য একটি পথ বোঝে

চুপিচুপি বাতাস বলে যায় কানে কানে

অসময় আসছে বেমক্কা, সাবধান

 

সন্ধানে

 

নশ্বরতা অনিবার্য

ভয় ঢুকে যাচ্ছে মননে

অন্যায়ের মুখোমুখি বেপরোয়া যাবো

বিবেকের অভিমুখে সত্যের সন্ধানে

 

ঝরাপাতার গল্প

 

ধুলো-বালি বাল্যবন্ধু

ঝরাপাতাদের সঙ্গে নিবিড় মেশামিশি

আকাশটা ছাদ। শয্যা, মাটি ও ঘাস

খোলা আকাশের নীচে শুয়ে স্বপ্নে রাত কাটে

 

গাছপালা, পাখপাখালিরা ঘনিষ্ট বান্ধব

ভয়, হিংসা, দ্বেষহীন চরাচরে

ভালবাসা কেবল ছড়িয়ে যাই


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন