শনিবার, ১৪ আগস্ট, ২০২১

শ্রাবণী সিংহ

 

কবিতার কালিমাটি ১০৯


প্রেম, কথা ও জীবন

 

প্রেম

যা নির্ঘুম, অস্থির

আজ শুধু যুগ্ম কৌতূহল

হু হু বুকে ভেসে চলা

দানিয়ুবের স্রোতের মতো

 

কথা

যা সৃষ্টি হয় একা একা

যা ছিল একদিন জন্মের ভাবানুবাদ

প্রাণ পায় অন্তহীন বাগ্মিতায়

 

জীবন

আছে আজও, প্রেম আছে,

বিরহ নারকেল বাতাস

শব্দনীরব উঠানে

স্থির হয়ে আছে কয়েক লক্ষ উচাটন

দ্বাদশ প্রেমিকের ফুল ও জোনাকি হয়ে

 

ল্যাবিরিন্থ

 

থমকে থাকে সারাটা দিন,

শব্দহীন হাসি ছেলেখেলা করে আধমরা প্রত্যুত্তরে। সহজ ল্যাবিরিন্থ প্রতিটি

সঙ্গীহীন জানলায়...

 

দূরত্বে থেকে আরো রসালো হয়ে ওঠে জীবনের প্রেম ও অনুসন্ধিৎসা

সন্দেহ নয়

অকুতোভয়

শরীর ও মনে মহামারীর উল্কি নিয়ে

ফের সমবায়... রচিত হয়

আষাঢ়ে গল্পে

 

আড়াল

 

মগজে আলো দেবে তাই

যতক্ষণ জ্বলে যেতে দেওয়া যায়

লাজুক শিখাটিকে

ঢেকে রাখি সযত্নে হাতের আড়াল দিয়ে

 

আরো কিছু ঢেকে রাখি

সিলগালা ঠোঁটের আগুন,

 

নীরবতা যা জমে গিয়ে গিয়ে

দীর্ঘদিনের বারুদসম্ভার...

 

কতকাল বয়ে বেড়াব

 

কতকাল বয়ে বেড়াব ঘুসঘুসে জ্বর... সংক্রমণ?

কতকাল বয়ে বেড়াব তোমার 'আমি'

 

কতবার স্পর্শবিহীন

উদ্ভিদ

অতলে তল দেখব  সর্পগন্ধা শেকড় দিয়ে...

 

বৃত্তও অন্তে গিয়ে হয়েছে শুধুই গরমিল

শব্দ নেই

ছেলেখেলা করে না কেউ

শুধু পড়ে আছে  ধ্বনিমোহ

আর

বিকেল মিশিয়ে

মন্দিরে যাওয়ার অন্ধকার রাস্তাটুকু

 

সেও তোমার মতই সন্তপ্ত

 

 

 


1 টি মন্তব্য:

  1. চমৎকার লিখেছেন প্রিয় কবি
    মুগ্ধ ও অভিভূত আমি
    ভালো লাগলো খুব
    ভালো থাকুন সুস্থ থাকুন সতত

    উত্তরমুছুন