কালিমাটি
অনলাইন / ৯২
আমরা যারা
আজ জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, প্রচলিত অভিধায় প্রবীণ অথবা বৃদ্ধাবস্থায় উপনীত হয়েছি, স্বচ্ছন্দে বলতে পারি,
বিগত সত্তর-আশি বছরে সারা বিশ্ব জুড়ে যে বিশাল পট পরিবর্তন ঘটেছে, তার আমরা সাক্ষী
থেকেছি। সেই পরিবর্তন ঘটেছে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন এলাকায়। রাজনৈতিক, অর্থনৈতিক,
সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে যেমন, ঠিক তেমনই বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও।
বস্তুত শিল্প ও প্রযুক্তিতে যে অবিশ্বাস্য উন্নতি ঘটেছে এবং ঘটেই চলেছে, তার অভিঘাতে
পরিবর্তিত হয়েছে গোটা বিশ্বের যাবতীয় কর্মকান্ড ও ধ্যান-ধারণা। আর তাই সময়ের সাথে সাথে
আমাদের জীবনবোধও পরিবর্তিত হয়েছে। আমাদের অভ্যেস বদলে গেছে, আচরণ বদলে গেছে, শিষ্টাচার
বদলে গেছে, লক্ষ্য বদলে গেছে, দিশা বদলে গেছে, সম্ভাষণ বদলে গেছে, বিনোদন বদলে গেছে,
ব্যবহারিকতা বদলে গেছে, সুখ-স্বাচ্ছন্দ্য বদলে গেছে, আত্মীয়তা বদলে গেছে, এমনকী মূল্যবোধও
বদলে গেছে। কতটা কী বদলে গেছে, তা আমরা যথার্থ ভাবে উপলব্ধি করতে পারি, যদি আমরা নৈর্ব্যক্তিক
দৃষ্টিভঙ্গীতে সবকিছু পর্যালোচনা করতে পারি। আসলে আমাদের জীবন ও জগতের এই যে সার্বিক
পরিবর্তন, তা আগের মতো দীর্ঘ সময় বা কাল ধরে সংঘটিত হয়নি, বরং তা ঘটেছে অত্যন্ত দ্রুতলয়ে,
নিতান্ত তৎপরতার সঙ্গে। আমাদের প্রজন্ম যে ভাবনা চিন্তা, উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে শৈশব
থেকে ক্রমশ উত্তীর্ণ হয়ে কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব ও বার্ধ্যকের জীবনকাল অতিবাহিত করত,
আমাদের দ্বিতীয় প্রজন্ম থেকেই তা ক্রমশ অন্য খাতে বইতে শুরু করে। এবং আজ তৃতীয় প্রজন্ম
পুরোপুরি ভাবেই সেই অন্যখাতকে আরও পুষ্ট ও বেগবান করে তুলেছে। বস্তুত আজ আমরা এমন এক
বিশ্বের অধিবাসী হয়ে পড়েছি, যেখানে আমরা লক্ষ্য করছি, একটা শিশু জন্মগ্রহণের পর শৈশবের
আবহাওয়াটাই উপভোগ করতে পারছে না। তাকে খুব দ্রুত বড় হয়ে উঠতে হচ্ছে বা বড় হয়ে উঠতে
বাধ্য করা হচ্ছে। শৈশবকাল যাচ্ছে হারিয়ে। এবং শুধুমাত্র শৈশবকালই নয়, হারিয়ে যাচ্ছে
তার কৈশোরকালও। নিতান্তই কম বয়সে তারা শৈশবকাল এবং কৈশোরকাল কোনোক্রমে অতিবাহিত করে
উপনীত হচ্ছে যৌবনকালে। এবং এই যে বাচ্চাবয়সে তারা শারীরিকভাবে বড় এবং পরিণত না হলেও
ব্যবহারে, আচরণে, মননে পরিণত হয়ে উঠতে বাধ্য হচ্ছে, তা কখনই স্বাভাবিক নয়, নিতান্তই
অস্বাভাবিক। আমাদের তৃতীয় প্রজন্মের যে কোনো সন্তানের সঙ্গে কথা বললে, মেলামেশা করলে
তা অনুভব করা যায়। আমাদের প্রজন্মের কোনো কিছুর সঙ্গেই এই তৃতীয় প্রজন্মের ঠিক যেন
মেলে না। হ্যাঁ, তথাকথিত জেনারেশন গ্যাপের প্রচলিত ফর্মুলাকে অস্বীকার না করেও একথা
বলছি। আমাদের বিগত ছেলেবেলা আর আজকের প্রজন্মের ছেলেবেলা সত্যিই মেলে না। আসলে জীবন
তো একটাই। সেই জীবন যদি জীবনের স্বাভাবিক ধর্ম না মেনে অস্বাভাবিক ধারায় প্রবাহিত হয়,
তবে তো জীবনের আনন্দটাই মাটি হয়ে যায়! আর তাই আনন্দ-বঞ্চিত বর্তমান প্রজন্মের কথা ভেবে
সত্যিই কষ্ট হয়।
‘কালিমাটি
অনলাইন’ ব্লগজিনের লেখক-পাঠক-শুভানুধ্যায়ী সবাইকে জানাই বর্ষার শুভেচ্ছা।
আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :
kajalsen1952@gmail.com
/ kalimationline100@gmail.com
দূরভাষ যোগাযোগ : 9835544675
অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :
Kajal Sen, Flat 301,
Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar
Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন