সোমবার, ১৪ জুন, ২০২১

শ্যামল শীল

 

কবিতার কালিমাটি ১০৭


ঋতুবদলের  দিন

 

সেতুর উপর থেকে সর্বনাশ দেখি আজকাল

ঋতুবদলের দিন ক্যালেন্ডারে বদলায় না তারিখ

হাতে নাতে ধরা পড়ে আমাদের অনৈতিক ছলাকলা

নীতির নিয়ম ভেঙে গেছে বহুদিন জানা গেল আজ

দৃষ্টি আটকে গেলে, টেনে খুলে দেওয়া প্রয়োজন

ভাবতে ভাবতেই পেরিয়ে গেল একটা বছর

 

বিতংস

 

কতদিন আরও কতদিন এইভাবে সময়কে ঠকাবে

সুজনের মুখোশে কতদিন আরও কতদিন

চাতুরী চালিয়ে যাবে দক্ষ প্রতারক, সন্ধ্যা হয়েছে

বাতি জ্বালিয়ে অন্ধকার তাড়াতে বসে

একসময় অন্ধকারের মুখোমুখি হতে হবে

নীল আকাশকেও ছেয়ে ফেলে একদিন ঘন-কৃষ্ণ-মেঘ

বিছানো বিতংসে অবশ্যই একদিন পা জড়িয়ে যাবে

 

স্বপ্ন

 

বটগাছ পুরনো দিনের স্মৃতি তুলে ধরে

দীর্ঘ ছায়ায় ক্লান্ত পাখিরা বিশ্রাম করে

ভালোবাসা পরস্পরে ভাগ করে নেয়

পরিযায়ী সারসেরা গাছের শীর্ষে ঘর

গাছেরাও স্বপ্ন দেখে একদিন বৃষ্টি হবে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন