মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

মেঘ অদিতি

 

কবিতার কালিমাটি ১০৭


কিন্নার

 

মৃদুজ্যোতি তারা জাগে অন্ধ ক্যানভাসে

এখানে তাদের নিভে যাওয়া গান

দিনরাত কেবল সন্তাপ…  

কালভার্ট থেকে জলের আভাস পেলে

ভেঙে দেয় কাঁটাঝোপ তাকে, বারবার  

ঘুঙুর বাজিয়ে ভিজে ওঠে

দীর্ঘভুজা পুরপুরুষের দল

এক পশলা বৃষ্টির দামে রোদের প্রখর ডানা

বেয়ে চলে মৃত্যুঘ্রাণ

অধোমুখ ডালপালা লুকায় অন্ধকার

 

ভ্রূণ থেকে যাপনের উপহাসে সার সার জমে ওঠে ক্ষত

অসহজ নামতার দিন যায় ভেসে হাততালির সাথে

 

সিল্যুয়েট

 

বাতাস বুনছে ঢেউ 

অক্লেশ গানের দিনে

ধরো এইখান থেকে দিলে ডাক

সাড়া দেবে ঠিক সিল্যুয়েট নারী

আর ডানে বামে যত এ্যারোচিহ্ন

সেদিকে সটান তাকিয়ে

ঘুরে যাবে তার

চাঁদপানা আধখানা শরীর

 

বাকি আধেক ঝুলে থাকবে

তোমাদের আঙুলের ডগায়…

 

কাফেলা

 

খানিকটা ভাস্কর্য 

বাকিটা ভারসাম্যহীনতা

হেরে যাচ্ছে ভাষার অঙ্গীকার-

 

বনের নির্বাণে

সবুজে গভীর অবসাদ নামছে

গড়ে উঠছে সুবিস্তীর্ণ খাঁচা

 

চলেছে কাফেলা দ্যাখো, বহু দূরদেশে

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন