সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

স্বপন রায়

 

কবিতার কালিমাটি ১০৬


বাঁকে রাখা          

             

(১)

 

বৃষ্টি

মাকাইবাড়ি চাপা দিচ্ছে

 

বৃষ্টিতরল বাঁকে

কুয়াশা

 

অভিপ্রায় শব্দটাও

 

(২)

 

হাহাকার

হাহাকা অব্দি সোজা বৃষ্টি

সবসময়েই রহস্যজনক

খুন করার আগে

বা পরে

রিয়াকে

 

(৩)

 

বাঁকের কথায় জড়িয়ে গেল সেই জীপটা

খুব বৃষ্টি ছিল

সবাই কাঁদছিল আমায় ঘিরে

গল্পটা আর এগোল না

 

কবিতা লেখার সময় এই গল্পের আঁচ পড়ল বাঁকটায়

 

কবিতাটা পড়ার সময়

জীপের হর্ণ বেশ কয়েকবার শুনতে পেল সবাই

 

‘বেঁচে থাকা এই রাস্তা

আর মরে যাওয়া এই রাস্তার শেষ বাড়ি’

এই গানটাও লেখা হল

 

 জীপ হর্ণ দিচ্ছে না গাইছে

 

(৪)

 

লোপচু, সেও তো ছিল, গা জুড়ে পাহাড়ের

চা বাগান

চা শ্রমিক

কুয়াশা আর বৃষ্টিকে তুলতে তুলতে পাতার অংশে পলক ফেলার তীব্র ইচ্ছে চেপে দেয় ভূপেন হাজারিকা

 

চায়ের বাগান লোপচু

একটি পাতা দুটি কুঁড়ি এগিয়ে যায় এমনই গানের দিকে

 

 শ্রমিক আর মধ্যবিত্ত

মেঘ আর কুয়াশা গান শুনল, কিছুটা মিশেই

পেরিয়ে চলে গেল

চা পাতার বিভিন্ন দাম, গুণ, জাত তৈরি করে

 

গানের আর কী, ভাসছে হাওয়ায়

 


1 টি মন্তব্য:

  1. ৩ আর ৪ নং জুড়িয়ে দিল প্রাণমন। ১ আর ২ যেন প্রলেপমায়া।
    কবিকে ভালোবাসা।

    উত্তরমুছুন