বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

শৈবাল সরকার

 

কবিতার কালিমাটি ১০৫


ভাষাহীনতার স্কুলবাড়ি

 

(১)

 

বয়েস থমকে আছে শিমুলের ডালে

চরিত্রের ছোটখাট সম্ভাবনাগুলো

ডুবিয়ে রেখেছো তাই গোপনে কোথাও 

 

সকালে হাঁটতে যাও

বিকেলে ভাষা নিয়ে অবিশ্বাস জাগে

 

তাকিয়ে দেখো রাস্তাঘাট গাছপালা

একে একে গায়েব হয়ে যাচ্ছে

 

আমাদের ভাষাহীনতা

আমাদের লুকিয়ে রাখে পুরনো বাক্সে

 

(২)

 

তোমাকে কী বলে ডাকবো বুঝতে পারি না

 

তোমার মোজার ভেতরে

অনেকগুলো শীতকাল ঘুমিয়ে আছে।

 

কুমিরের ছানার মত তাদেরকে তুমি

ঘুরিয়ে ফিরিয়ে ভাষায় সাজাও

আর নামিয়ে দাও আমাদের দিকে

 

আমাদের বোবায় ধরা সংসার

 

তার পোটলাবাঁধা রান্নাঘর নিয়ে

আতংকে পারে উঠে আসে

 

(৩)

 

এই রোদ, মাছগুলো শুকিয়ে রাখার

তবু তুমি এঁকে রাখতে চাইছো

তার নোনাধরা শৈশবের কথা।

 

স্কুলমাঠে প্যান্ডেলের নগ্ন কাঠামো,

দেবতার ফেলে যাওয়া পেরেকগুলো

তুমি তুলে রাখছো এক এক করে

 

যাতে কারো পায়ে না ফোটে

যাতে ভাষায় না ফুটে ওঠে

ফোঁটা ফোঁটা  রক্তের কথা

 

(৪)

 

সমস্যা এটা নয়

তোমার স্কুলের জামা

শুকোয়নি এখনও

 

মেঘের মধ্যে পড়ে আছে

তোমার বয়েসের গাছ পাথর

 

তোমার ভাষায় আজও

শুধুই মেঘের কথা

 

আর তুমি বসে আছো আজীবন

 

ফাঁকা ফাঁকা স্কুলগাড়ি

দিক বিদিকে ছুটে যাচ্ছে শুধু

 


৪টি মন্তব্য:

  1. বিষাদ আর কেয়ারলেসনেস- আজকাল এই ভাবে আর কয় জন লেখে?

    উত্তরমুছুন
  2. Lekha bhalo...kintu aro baki theke gyalo...seguloke khuje anun

    উত্তরমুছুন
  3. দুই নম্বর কবিতাটা অসাধারণ লাগল। সংসারের রাজনৈতিক ছবি, সংসারের ভয়, সংসারের প্রেম এই সব নিয়ে যেমন ছবি তুলে ধরা হয়েছে,আমি হালফিলের কল লেখাতেই তেমন পড়ে থাকি। ভাল থাকুন কবি। ভাল লাগা জানিয়ে গেলাম - SB

    উত্তরমুছুন
  4. মেঘের মধ্যে পড়ে আছে
    তোমার বয়সের গাছপাথর।

    উত্তরমুছুন