দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫
চমৎকার দুটি লেখা । আমার কোনো বন্ধু নেই বিকেলবেলা ছাড়া । এই লাইন বহুদিন মাথার মধ্যে নিয়ে ঘুরবো । হয়তো আমৃত্যু ।
Onek dhonnobad
ভাল লাগল। আরো লেখা পড়তে চাই।
Apnakeo dhonnobad
খুব ভালো লাগলো। দুটো কবিতায় অন্তর্লীনভাবে বয়ে যাওয়া রে বিষাদময়তা, একাকিত্ব - তা তো পাঠকেরও, তাই আচমকা পাঠক ছুঁয়ে ফেলে সেই বিষাদের প্রান্তদেশ! আরো আরো মন কেমন করা বিকেল বেলার নাকি বন্ধুবেলার কথা জানতে ইচ্ছে করে!
Dhonnobad... Apnar kotha mathay rakhlam...
ভালো লাগলো...
ধন্যবাদ
ছবি ও কবিতার এমন সব যুগলবন্দি আরো পেলে ভাল হত। মাত্র দুটো, ফুরিয়ে গেল খুব তাড়াতাড়ি। - একান্ত পাঠক
আপনার কথা মাথায় রাখলাম। ধন্যবাদ
যে লেখা মন খারাপের তাকে ছুঁয়ে থাকি।
অনেক ভালবাসা
সুন্দর
Dhonnobad apnake... Naam ta likhte paeten nijer
লিখলাম নাম।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
চুমু!
প্রথমটি তো অনন্য।
Are bhai, aro chai...
চমৎকার দুটি লেখা । আমার কোনো বন্ধু নেই বিকেলবেলা ছাড়া । এই লাইন বহুদিন মাথার মধ্যে নিয়ে ঘুরবো । হয়তো আমৃত্যু ।
উত্তরমুছুনOnek dhonnobad
মুছুনভাল লাগল। আরো লেখা পড়তে চাই।
উত্তরমুছুনApnakeo dhonnobad
মুছুনখুব ভালো লাগলো। দুটো কবিতায় অন্তর্লীনভাবে বয়ে যাওয়া রে বিষাদময়তা, একাকিত্ব - তা তো পাঠকেরও, তাই আচমকা পাঠক ছুঁয়ে ফেলে সেই বিষাদের প্রান্তদেশ! আরো আরো মন কেমন করা বিকেল বেলার নাকি বন্ধুবেলার কথা জানতে ইচ্ছে করে!
উত্তরমুছুনDhonnobad... Apnar kotha mathay rakhlam...
মুছুনভালো লাগলো...
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনছবি ও কবিতার এমন সব যুগলবন্দি আরো পেলে ভাল হত। মাত্র দুটো, ফুরিয়ে গেল খুব তাড়াতাড়ি। - একান্ত পাঠক
উত্তরমুছুনআপনার কথা মাথায় রাখলাম। ধন্যবাদ
মুছুনযে লেখা মন খারাপের তাকে ছুঁয়ে থাকি।
উত্তরমুছুনঅনেক ভালবাসা
মুছুনসুন্দর
উত্তরমুছুনDhonnobad apnake... Naam ta likhte paeten nijer
মুছুনলিখলাম নাম।
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনচুমু!
উত্তরমুছুনপ্রথমটি তো অনন্য।
উত্তরমুছুনAre bhai, aro chai...
উত্তরমুছুন