রবিবার, ১৭ মে, ২০২০

পারমিতা চক্রবর্ত্তী



কবিতার কালিমাটি ১০০



ইস্তাহার 


(১)

বিপন্ন এ শহরে 
আইসোলেশনে থাকে  স্বপ্নগুলো 
চারিদিকে শুধু ব্যান্ডেজ ছেঁড়া মুহূর্ত আর 
সিরিঞ্জের উল্লাস 

ঘুরে ফিরে আসে সেবিকা 
মৃত্যুর ইস্তাহারের ট্রে নিয়ে 

(২) 

পাখিরা ছিঁড়ে খায় ফল 
দানা ফেলে দেয়  লাশের পাহাড়ে  
জ্বলে যায় আগুন

(৩) 

জন্মায়  হাহাকার
ভাতের জলের মত  ফুটে ফুটে 
শেষ হয় দীর্ঘশ্বাস


(৪)

এ শহর জানে প্রথম চুম্বনের স্বাদ
লালাগ্রন্থিতে জমে থাকা গ্লানি 
মুছে যায় রুমালের ঘামে 

(৫)

থাবা বসায় 
অন্ধকার 
হারিয়ে যায় হ্যারিকেনের পলতে
এ শহরের শিশিরের বিন্দুতে বিন্দুতে জমে থাকা 
সংক্রমণ গ্রাস করে রাজপথ, ট্রামলাইলাইন হাসপাতাল, মর্গ...

(৬) 

বেঁচে থাক হৃদয় 
শুধু সেটাই সংক্রামিত হোক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন