রবিবার, ২২ মার্চ, ২০২০

শ্রাবণী সিংহ



কবিতা 



হ্যালুসিনেশন ১

জেগে ওঠে ইন্দ্রিয়শাখারা, জীর্ণ হলেও বালাপোশে নরম বেড়ালের বুকের ওম  
দুঃখেও ভিজি, কখনো অধিক সুখেও।
বৃষ্টি ধুয়ে দেয় কতকিছুই।
বর্ষা বিকেলের হ্যালুশিনেশন,
ছুঁড়ি গাই নদী পেরোয়
আর পলিতে রেখে যায় ক্ষুরের আলপনা।

                        
হ্যালুসিনেশন ২

মাড়ভাতের গন্ধ  উপত্যকা পেরোয়, একচোখা
হিমদানবের গল্প শুনতে শুনতে
                    ঘুমিয়ে পড়া,
মাতামহীর আঁচলের জ্যোৎস্না মিথ এখন
কত ঋণশোধ একজীবনে হয়েই ওঠে না
ছাইদান অসাড় হৃদপিণ্ড
এ দরজার বয়সও পেরিয়ে গেছে বৃদ্ধ ফেরেস্তার মতন।


হ্যালুসিনেশন ৩

সরু সরু দরজা, সবটাই কাঠের নয় কিছু  কিছু ইস্পাতেরও, নিষ্কলঙ্ক কঠিন
চিবুক নামিয়ে নিলে করাতের ধার
পাতার ফসফরাস নিয়ে  জ্বলে ওঠে ডাইভারশন
পালকের পোশাকে তোমাকে জটায়ু লাগে।


হ্যালুসিনেশন

রাজহাঁসগুলো কস্টিউম খুলে রেখে জল ঝরাচ্ছে
তাকের উপর পুতুলের ঘরবাড়ি, ঘাড়-নাড়া বুড়ো
              মাটির রথ, সঙের সিপাই
আমাদের হাত পৌছয় না
স্বপ্নে আমরা ছোটই থেকে যাই।


২টি মন্তব্য: