শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

পিয়াল রায়


অনেকদিন পর

অনেকদিন পর শরীর ভেঙে জড়িয়ে আসছে 

কী এক আশ্চর্য চেতনায়
দীঘল চাঁদ রাত খুঁড়ে খুঁড়ে
পাঠিয়েছে ঘুম অপাপ বিশ্বের

মাঝে মাঝে পাহাড়ের নিচে দাঁড়ান ভালো
বোঝা যায় বাতাসের স্রোত
জীবনের দিকে
যেদিকে অসংখ্য পাখি 
সাধ্যমতো গেয়েছিল গান

পক্ষপাতহীন সেই পরম সঙ্গীত 
ঘুমের ভিতর মাথা নেড়ে শুনতে শুনতে
দুলেছিল বাউল অঘ্রান


মধ্যম

কখনো কখনো দৃশ্যকে বলি
আজ থেকে তোমার ছুটি

ঐ যে চিকন পাতাটি থেকে এইমাত্র
ঝরে গেল রাত
মাটি লুফে নিল যার সমগ্র
ভালো থেক তার মতো

জানি না কেন রৌদ্রহীন সকালে
কোনো দৃশ্য নয়, কান্না নয়
এক অত্যাশ্চর্য উপাসনা
নিজেকে আরো একবার বজায় রাখতে রাখতে
দিগন্ত ছেড়ে মিশে গেল ধ্যানস্থ

কোল থেকে ঝরে গেল
টুপটাপ কিছু নাম-না-জানা মাঝারি দিন


আফসোস

গড়পড়তা এই রাত
      নিতে ভুলে গেছে শ্বাসটুকুও

অসমাপ্ত আমার কথা
ঠোঁটের কোণে জ্বলছে লাজুক লতার মতো

যা আমি বলতে চাই কেউ তা শুনল না
ব্যস্ত সকলেই নিজের নিজের ভিতর
ব্যস্ত পিপাসার মদে
গুছিয়ে বসে শুনল মেঘভাঙা দুপুরের গান

বৃষ্টি এখন আর প্রথম দিনের মতো আসে না
হৃদয়ে কারো অশ্রু এসে মেশে না 
আগের দিনের মতো
কেবল কিছু উস্কোখুস্কো
       শব্দ উড়ে বেড়ায় খসখস 

কররেখায় তোমার নাম 
       অথচ দেখ কী আফসোস
               রেখা ধারনের হাতটাই আমার নয়


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন