শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

নভেরা হোসেন




রাত্রি

রাত্রি অনেক হলো
পাতার ঘুমিয়ে পড়েছে
একটানা ডেকে চলেছে নাম না জানা পাখি
লোকালয় নিঝুম
দীঘির জলে চাঁদ ভেসে আছে
কথা বলবার মতো কেউ জেগে নেই
তোমার মনে অনেক কথা সব হারিয়ে যাচ্ছে বাতাসে
রাত্রি অনেক হলো ঘুম নাই চোখে
দরজায় প্রহরী


অনেকদিন পরে

অনেকদিন পরে তুমি এলে
বাতাসে চৈত্রের লু হাওয়া
মনে প্রখর  রোদ্র
একটা সময় ছিল হাতে হাত রেখে পথ চলার
এখন পথটা ফুরিয়ে গেছে
অথবা তোমরা ভুলে গেছো সে পথের কথা
ঝরে পড়া বকুল মাড়িয়ে কত কথাই বলতে -
এখন পথ ছোট হয়ে এসেছে
সাঁই করে চলে যাও সুইডেন, অস্ট্রেলিয়া
হাঁটবার কথা ভুলে গেছো তোমরা
হাতে হাত রাখবার কথা...


পোকা

পোকার জীবন
একটা দুটো পাতা উড়ে যায়
হাতে বলিরেখা
চৈত্রের বৃষ্টিতে তোমার মন উন্মনা
পুরানো দিনের কথা ভাবছো
প্রেমিকের আদ্র চোখ
দীঘির জলে তৃতীয় নয়ন
যখন জানতে পারলে সব শূন্য
তখনও অবিরল বর্ষার জল
জীবনটা বেশ পদ্যময় ছিল
দিন দিন জটিল প্রবন্ধে পরিণত হলো
এখন কেউ এসব নিয়ে ভাবে না
ভালো একটা চাকরি, আধুনিক ফ্ল্যাট, প্রিমিও গাড়ি
উইকেন্ডে নতুন রেস্তোরাঁ , বছর শেষে য়ুরোপের ডায়েরি
এখন আমরা বেশ আন্তর্জাতিক হয়ে গেছি
ইচ্ছে করলেই ইন্ডিয়া, নেপাল, ইতালি  
পাতায়া সমুদ্রের পাড়
ডিনারে সি ফুড,  লিকার
তোমার টেস্ট বদলে গেছে
কবিতা এখন পানসে লাগে
ট্যাবে দু একটা স্ট্যাটাস পড়ে ঘুমাতে যাও
ঘুমের মধ্যে শৈবাল হ্রদ, মঙ্গলের গিরিখাদ
শহরটা বেশ ঝকঝকে হয়ে উঠছে
সন্ধ্যার পর রেস্তোরাঁর আলো জ্বলতে শুরু করে
পানশালায় লোকের ভিড়
 হিজাব পড়া  নারীরা গাড়ি চালাচ্ছে
আরবীয় সংস্কৃতি তোমার ঘরে
শর্মা তোমার প্রিয় খাদ্য, পাস্তা, গ্রিল চিকেন...  
কেউ যেমন সারারাত বোমা বানিয়ে কাটাচ্ছে
অনেকে ছবি এঁকে
অনেকে তজবি গুনে
একেই বলে ইকুইলিব্রিয়াম
ওয়াইনের সাথে আরবীয় বাদাম
মাছের সাথে মেক্সিকান রুটি
দিন দিন তুমি সর্ববাদী হয়ে উঠছে
তোমার শরীর আজ পোকার অভয়স্হল  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন