লক্ষ্মী
রাস্তা দিয়ে হেঁটে গেলে লক্ষ্মী,
নেমে এলো আকাশ পায়ের কাছে
নাইটক্লাবে বিষণ্ন সন্ধ্যা…
কতটা নিখুঁত হবে নাচের মুদ্রা?
ঘুমের
টাইমলাইন
ট্রেনের গতিতে চলে গেলো
বৃষ্টি…
হেই, সিগারেটের কি হাত হয়?
শহরের গোলকধাঁধাঁয় রাত জেগে জেগে
ঘুমের টাইমলাইনে পাখি ডাকে
শহর ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়ে সকালের পা
পায়ে জড়ানো উড়ালমোড়, ঘুমের নাকি ডানা হয়!
কুকুরশোয়া
(কুরিয়ার সিরিজের কবিতা)
প্রেরক প্রাপক
দুয়েকটা বৃষ্টি ধ্রুপদ
দেয়ালের কান মোলে পাশের বাড়ির চিৎকার ঢুকে পড়লে বৃষ্টি নামে উঠান ভেঙে।
আপনার পায়ে পায়ে আকাশ…
ঘরপোড়া ঘ্রাণে নাক ডুবিয়ে ভেসে আসে মেঘ। দেয়াল টপকে লেজ নাড়ায় কুকুরশোয়া।
গলা উঁচু আকাশের দিকে, দুয়েকটা বৃষ্টি চলবে… গো? ধ্রুপদ থেকে উঠে আসা আপনি কি সন্ধ্যা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন