মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮

তানজিন তামান্না




কুরিয়ার সিরিজের কবিতা


সম্পামনির তালি


প্রেরক                প্রাপক
হারানো নাটক        জামতৈল স্টেশন

মেঘ উড়ে যায় ডার্বির ভগ্নাংশে সূর্যের গালে টোল…
বোটানিক্যাল গার্ডেনের চুমুতে সম্পামনি হিজরা রেখে যায় তালি

তালি বাজিয়ে বাজিয়ে বৃষ্টি নামলে ডেকে ওঠে রঙ্গিলারে… ট্রেন চলে… হারানো নাটকের নামে জামতৈল স্টেশনে ঘুরলে পায়ের মোড় তুরি মেরে চলে যায় একটি  ধাক্কা!
বুকের নীচে কি বুক জমে?



পৌনপুণিক


প্রেরক              প্রাপক
পদ্মফুল             অনুসূর্যা

                                                                                                                  
দারু রোদে পুড়ে গেলে বৃষ্টি পৌনপুণিক জন্মালো প্রজাপতির স্মৃতিচারণ আপনার   চোখে প্রথম দ্যাখা হুতুম প্যাঁচা। ডিঙা বাইতে বাইতে বউটির দু’হাত পদ্মফুল হয়ে ফুটলে সুন্দলীর বিলে ঝুঁকে এলো দিগন্ত!

ঝড়ের রাতে বনদেবীর সামনে উবু হয়ে কি চেয়েছিলো অনুসূর্যা?
সকল চাওয়া আটকে দিলে বৃষ্টি… এ্যাকুরিয়ামে বসে আমরা দুধ চা খেলাম!



ছাতিম গাছ


প্রেরক               প্রাপক
স্মৃতি                রিক্সা

পুড়ে যাওয়া স্মৃতির উপর টহল দিচ্ছিলো একটি চিল শহরের রাস্তায় বৃষ্টি…
আপনার চলে যাওয়া কি পার হচ্ছিলো ট্রাফিকমোড়?

চায়ে চুমুক রাখতেই রিক্সায় উড়ে গ্যালো বিষ্ণুর দোকান
ঝুপ করে চাঁদ নামলো থানারোডে…
প্রথম দ্যাখায় কি হাত মেলেছে ছতিম গাছ?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন