পরিচালন
আপনার
জামার কথাটা রোজ ভাবি একমনে--
হাল্কা
ঘাম মেশা বডি স্প্রে ভেসে বেড়ায় হাওয়ায়
মঞ্চে
তখন তুমুল উত্তেজক গানা আর নাচন।
জানে
সম্ভব নয় তবু আপনার জামা ছাপিয়ে
হৃদয়
দেখার জন্য নিতান্ত আবেগ থর থর
কয়েকজন
তরুণী আপনাকে ঘিরে ধরেছে--
যে
কোনো মুহূর্তে 'অ্যাকশন' শুনলেই
আপনি
আবার পুতুলের মতো হয়ে যাবেন
তখন
বাতাসে কান পাতলে শোনা যাবে আপনার
জামা
আর হৃদয়ের লুকোনো ফিসফাস।
পরিব্রাজন
এই
তো চলেছি চতুর্দিক বিদীর্ণ করে
চাবুকের
কাঁটা ফাঁটা কিচ্ছু না, কিচ্ছু না শাল্মলী ফুল
অথবা
বাহারি অলিন্দ থেকে সন্দিহান চোখের পিছু নেয়া।
পিঠের
ভ্রমণ থলিতে লুকিয়ে ফেলেছি
দেখা
শোনার দলিল দস্তাবেজ।
তোমাদের
সামনে দিয়েই হেঁটে যাচ্ছি পুরাকাল থেকে
আমাকে
তোমাদের চেনা মনে হয়নি কখনো
অথচ
তোমাদের কথাই লেখা থাকছে ভ্রমণের বর্ণনা জুড়ে।
পরিমার্জন
একটু
লম্বা ছুটিগুলো কেটে যায় ফেলে দিতে দিতে
কলমের
আঘাতে মরে যায় কবিতার কত খসড়া। ধুলো
ঝাড়তে ঝাড়তে বস্তু
ছোট
হয় আর শূন্যতা বাড়ে
যদি
বার বার নাম বদল আর প্রচ্ছদ খারিজ করতে হয়
তাহলে
নিজের জন্য কিছুই থাকে না
তাই
এই খারিজ আর বাতিল আমায়
প্রভাবিত করতে পারে না।
আবার
বর্ণ শব্দ ঘষে মেজে কবিতার ঘর গুছিয়ে দেওয়াই আামার কাজ
প্রশিক্ষণ
বাঘ
জ্বলছে ভেতরে -
থর
থর করে কাঁপছে ঐ ভেতরে আটকে পড়া ঘুমও
লম্বা
মই আর দড়ি আছড়ে পড়ছে।
রং
নিভিয়ে দিচ্ছে অন্ধকারের মুখ।
আমাকে
তৈরি কর বাঘ
যথার্থ
মাংসাসীর হুঙ্কার শেখাও
বিদ্যুতের
গতি দাও
সব
উৎসবে আর ঘৃণার প্রকাশে
লম্বা
লাফ দেওয়ার আগে
দপ্
করে জ্বলে ওঠার বাসনা পূর্ণ কর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন