শনিবার, ৩ মার্চ, ২০১৮

সোনালি বেগম




সীমান্তরেখায়


প্রচন্ড মানসিক ধাক্কা জ্বলন্ত মোমবাতি শিখা
ফটোগ্রাফ ফোটা ফুল বিস্তারিত পরিকল্পনা
স্বপ্নগুলো গলিত সোনা ববিন ব্লাশার
প্লেনে ওঠার বোর্ডিং পাস।
ফুটে উথলে উঠছে সমস্ত ক্রোধ
বোমা নিষ্ক্রিয়করণ জরুরি স্বাক্ষর।
সংরক্ষিত বুকমার্ক বরফঢাকা পাইন দেবদারু বন
যেতে হবে সেই নদীটির তীরে
থরে থরে বই-এর দোকান সীমান্তরেখায় ––
উৎসাহিত বুমেরাং নৌকার পাল।
মার্জিত ভূখন্ডে প্রবল আবেগে
বৃহৎ প্রস্তরখন্ড সরিয়ে বিরামহীন চলা



সখ্যতা


বন্যা ঝড় মেঘফাটা বৃষ্টি পাহাড়ি ধস সুনামি
আবার জেগে ওঠে ঘুমন্ত আগ্নেয়গিরি।
বিধ্বংসী ভূমিকম্প বিচলিত সিসমোগ্রাফ।
চিত্রকলা ভাস্কর্য নাটক লোকশিল্প
প্রস্তরখন্ড নিরীক্ষণ সাবলীল রঙ্গমঞ্চ
চিত্রকরের রং তুলি অনিবার্য দক্ষতায়।
চরণে নিবেদিত শিলালিপি-বিন্যাস
ধ্রুপদী সংগীত তমালগাছের ছায়া পায়ে হাঁটাপথ
কখনও শরীরী তোলপাড় ত্রাসিত ঘর-বিছানা।
আয়নায় প্রতিফলিত যে মুখমন্ডল
পুনর্জীবিত অবলম্বন সংকট জর্জরিত
যোগ-বিয়োগ-গুণ-ভাগ গড়ে ওঠে সখ্যতা



মায়াপর্দা


ভালোবাসা স্বপ্ন আশঙ্কা স্পন্দিত অন্তঃকরণ
আত্মগোপন গচ্ছিত প্রতিশ্রুতি আচ্ছন্ন মায়াপর্দা।
শূন্যতা বিচ্ছিন্নতা উন্মোচিত শেকল
অন্ধকার বাস্তব পরিতৃপ্ত ছোঁয়া।
পরিত্রাণ জিজ্ঞাসায় উন্মুক্ত আদানপ্রদান
সমান্তরাল বৈচিত্র্য পাশাপাশি থাকা
অস্পষ্ট মুখমন্ডল হাতে হাত ধরা।
দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতায় গরম নিঃশ্বাস
নিপুণ শিল্পে চিত্রিত বুনো হাঁস করমচাগাছ।
বর্গক্ষেত্র ঘাসজমি ঘাসফুল প্রজাপতি ––
এবড়ো খেবড়ো পাথরের চাঁই
উদার বিচক্ষণ হাওয়ায় ভাঙতে থাকে সিঁড়ি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন